Samsung Galaxy S25 Ultra সবচেয়ে শক্তিশালী Snapdragon প্রসেসর সহ Geekbench-এ উপস্থিত হল

Samsung তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S25 এর উপর কাজ করছে। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই...
ANKITA 24 Sept 2024 11:51 PM IST

Samsung তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S25 এর উপর কাজ করছে। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই সিরিজের ফোন গুলি বাজারে আসতে পারে। তার আগে এই সিরিজের ডিভাইস গুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও বেঞ্চমার্ক সাইটে দেখা যাচ্ছে। সম্প্রতি এই সিরিজে সবচেয়ে প্রিমিয়াম ফোন Samsung Galaxy S25 Ultra কে বেঞ্চমার্ক ওয়েবসাইট Geekbench-এ দেখা গেছে। এখান থেকে স্মার্টফোনটির প্রসেসর, র‌্যাম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy S25 Ultra কে দেখা গেল Geekbench-এ

গিকবেঞ্চে গতকাল স্যামসাংয়ের একটি ফোনকে খুঁজে পাওয়া যায়, যার মডেল নম্বর SM-S938U। এই মডেল নম্বরটি গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের বলেই টিপস্টাররা দাবি করেছেন। মডেল নম্বরে ব্যবহৃত ইউ এর অর্থ এটি ইউএস ভ্যারিয়েন্ট। গিকবেঞ্চের সিঙ্গল কোর টেস্টে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ৩০৬৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৯০৮০ পয়েন্ট পেয়েছে।

এছাড়া গিকবেঞ্চে ফোনটি ১২ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও লঞ্চের সময় এর বিভিন্ন র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলেই মনে হয়। আবার জানা গেছে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্র মডেলে 'সান' কোডনেমের প্রসেসর থাকবে। আর এই কোডনেম আপকামিং স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটের জন্য ব্যবহার করেছে কোয়ালকম। আগামী ২১ অক্টোবর আয়োজিত একটি ইভেন্টে কোয়ালকম এই প্রসেসর লঞ্চ করতে পারে।

জানিয়ে রাখি, Samsung Galaxy S25 Ultra এর একটি এক্সিনোস ২৫০০ চিপসেট ভ্যারিয়েন্ট থাকবে। ভারত সহ বেশ কয়েকটি দেশে এই ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে যে, স্যামসাংয়ের এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। গ্যালাক্সি এস২৪ আল্ট্রার উত্তরসূরি হিসেবে বাজারে আসবে Samsung Galaxy S25 Ultra। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms