Samsung Galaxy S25 Ultra vs S24 Ultra: এই পাঁচটি কারণে কিনতে হবে নতুন স্যামসাং ফোন

গ্যালাক্সি এস২৪ আলট্রার তুলনায় গ্যালাক্সি এস২৫ আলট্রাতে তুলনামূলক আপগ্রেডেড আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।

Suvrodeep Chakraborty 18 Nov 2024 1:56 PM IST

আগামী বছরের শুরুতে বাজারে আসতে চলেছে নতুন Samsung Galaxy S25 সিরিজ। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম প্রিমিয়াম মডেল হবে Galaxy S25 Ultra। এটি Galaxy S24 Ultra এর উত্তরসূরি হিসেবে আসবে। কিন্ত নয়া মডেলটি কি যোগ্য উত্তরসূরি হবে? কি কি আপগ্রেড দেখা যাবে? আসুন জেনে নেওয়া যাক।

প্রথম চমক ডিজাইন : জানুয়ারিতে লঞ্চ হতে পারে নতুন স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা সিরিজ। এই সিরিজের স্মার্টফোনগুলির ডিজাইনে বড় চমক থাকতে পারে। বর্তমান এস২৪ আল্ট্রা বেশ ভারী হ্যান্ডেসেট বলে মনে করা হয়। কিন্তু এস২৫ আলট্রা তুলনামূলক হালকা এবং কার্ভ এজের সঙ্গে আসতে পারে। ফোনের বাকি ক্যামেরা সেটআপ ও টাইটানিয়াম ফ্রেম একই থাকবে বলে জানা গিয়েছে।

ডিসপ্লে : গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং এস২৪ আলট্রাতে একই M13 ওলেড ডিসপ্লে, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৬০০ নিটস পিক ব্রাইটনেস থাকতে পারে। তবে নতুন ফোনে ৬.৮ ইঞ্চির বদলে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে। যদিও পুরোটাই এখন জল্পনা। আগামী কিছুদিনের মধ্যে এই সম্পর্কে সম্পর্কে স্পষ্ট জানা যাবে।

আল্ট্রা ওয়াইড ক্যামেরা : গ্যালাক্সি এস২৪ আলট্রার তুলনায় গ্যালাক্সি এস২৫ আলট্রাতে তুলনামূলক আপগ্রেডেড আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সের সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা যোগ করতে পারে স্যামসাং। তবে টেলিফটো লেন্স ঠিক কীভাবে কাজ করবে তা এখনও জানা যায়নি।

চিপসেট ও র‌্যাম : পারফরম্যান্সের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ থাকবে এই স্যামসাং ফোনে। এটি একদম নতুন প্রসেসর। মিলবে ১৬ জিবি র‍্যাম। বর্তমান গ্যালাক্সি এস২৪ সিরিজে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। তবে এটির তুলনায় স্ন্যাপড্রাগন ৮ এলিট অনেক বেশি অ্যাডভান্স।

অপারেটিং সিস্টেম : শেষ যে আপগ্রেড থাকবে বলে শোনা যাচ্ছে তা হল নতুন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ সফটওয়্যার। এতে একাধিক গ্যালাক্সি এআই ফিচার পাওয়া যাবে। তবে যারা গ্যালাক্সি এস২৪ ব্যবহার করেন তারা সফটওয়্যার আপডেট করে এর সুবিধা পেতে পারেন। কিন্তু বাকি কোন কোন পুরনো মডেলে এই আপডেট রোল আউট করবে স্যামসাং তা এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story