Samsung Galaxy S25 ইউজারদের কিনতে হবে বাড়তি চার্জিং কেস, কেন জানুন

আগামী বছর লঞ্চ হবে Samsung Galaxy S25 সিরিজ। এই সিরিজের ফোনগুলিতে থাকবে Qi2 ওয়্যারলেস চার্জিং। যার জন্য অতিরিক্ত চার্জিং কেস কিনতে হবে ব্যবহারকারীদের।

Suvrodeep Chakraborty 27 Dec 2024 5:11 PM IST

Qi2 ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি-সহ বাজারে আসবে Samsung Galaxy S25 সিরিজ। আগামী বছর ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। জানা গিয়েছে, এই Qi2 ওয়্যারলেস চার্জিংয়ের সম্পূর্ণ শক্তি পাওয়ার জন্য আলাদা ম্যাগনেটিক কেস কিনতে হবে ব্যবহারকারীদের। নাহলে স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে না।

এই Qi2 চার্জিং হল ওয়্যারলেস পাওয়ার কনসার্টিয়াম (WPC)। এটি ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে একটি উন্নত ব্যবস্থা, যা আরও দ্রুত এবং সংগঠিত উপায়ে স্মার্টফোন চার্জ করতে সক্ষম। কিন্তু, এই প্রযুক্তি সরাসরি Galaxy S25 সিরিজে দেবে না স্যামসাং, এমনটা শোনা যাচ্ছে। তাই ম্যাগনেটিক ফিচার পাওয়ার জন্য ব্যবহারকারীদের আলাদা করে ম্যাগনেটিক কেস কিনতে হবে।

এখন প্রশ্ন উঠতে পারে কেন এই প্রযুক্তি সরাসরি ফোনে যোগ করবে না Samsung? এর উত্তর হল দাম। ফোনের মার্কেট রিটেল প্রাইস কম রাখার জন্য Qi2 ওয়্যারলেস চার্জিং সরাসরি যোগ করতে চাইছে না কোম্পানি। কিন্তু, যারা এটির সুবিধা নিতে চান তাদের অতিরিক্ত ম্যাগনেটিক কেস কিনতে হবে।

ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই সিরিজের ফোনের সঙ্গে আলাদাভাবে অ্যাক্সেসরিজের তালিকা রাখবে স্যামসাং। যার মধ্যে পাওয়া যাবে ম্যাগনেটিক কেস। এতে Qi2 লোগো রাখা হবে। ফুল ম্যাগনেটিক পাওয়ার প্রোফাইল সুবিধা থাকবে এতে। যেকোনও Qi2 চার্জারের সঙ্গে এটি কানেক্ট করা যাবে।

আসন্ন Samsung Galaxy S25 আলট্রা মডেলে থাকতে পারে 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। একই ব্যাটারি রয়েছে Galaxy S24 আলট্রা মডেলেও। এক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য আপডেট থাকছে না। তবে নতুন ডিজাইন, গোল কর্নার, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং লেটেস্ট স্ন্যাপড্রাগন এলিট 8 প্রসেসর-এর মতো উন্নত ফিচার থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story