Samsung স্মার্টফোনের পর এবার এই ট্যাবলেটে Android 12 আপডেট রিলিজ করল

গত বছর ফ্ল্যাগশিপ দিয়ে সূচনা করে চলতি বছর নানা মিড-রেঞ্জ ও বাজেট স্মার্টফোনে Android 12 রিলিজ করেছে Samsung। পাশাপাশি Android 13 রোলআউটের আগে যাতে যোগ্য…

গত বছর ফ্ল্যাগশিপ দিয়ে সূচনা করে চলতি বছর নানা মিড-রেঞ্জ ও বাজেট স্মার্টফোনে Android 12 রিলিজ করেছে Samsung। পাশাপাশি Android 13 রোলআউটের আগে যাতে যোগ্য ডিভাইসগুলির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণে আপগ্রেড থাকে, তা নিশ্চিত করছে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি। স্যামসাং তাদের বিভিন্ন স্মার্টফোন ছাড়াও নানা মডেলের ট্যাবলেটে Android 12 আপডেট দিতে শুরু করেছে। সেই তালিকায় এবার নাম লেখাল Galaxy Tab A8।

Samsung Galaxy Tab A8-এ Android 12 নির্ভর One UI Core 4.1 আপডেট X205XXU1BVI6 ফার্মওয়্যার সংস্করণের সাথে এসেছে। এই মুহূর্তে সফটওয়্যার আপডেটটি অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, গ্রীস, হাঙ্গেরি, ইতালি, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ-পূর্ব ইউরোপ, স্পেন, সুইজারল্যান্ড, বাল্টিক অঞ্চল, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, এবং নরওয়ে-সহ নর্ডিক দেশগুলিতে উপলব্ধ।

ট্যাবটির নয়া আপডেটে যুক্ত হয়েছে কালার প্যালেট, নতুন উইজেট পিকার ইউআই, অগমেন্টেড রিয়েলিটি ইমোজি, অ্যাডভ্যান্সড অলওয়েজ অন ডিসপ্লে, এনহ্যান্সড ডার্ক মোড-সহ নানা ফিচার্স। ক্যামেরা, ক্যালেন্ডারের মতো স্টক অ্যাপ্লিকেশনগুলি এখন আরও ক্লিন। প্রাইভেসি ও সিকিউরিটির কথা মাথায় রেখে স্যামসাং এমন এক ইন্ডিকেটর রেখেছে, যা যখনই কোনও অ্যাপ মাইক্রোফোন বা ক্যামেরার অ্যাক্সেস চাইবে, তখনই সেটা জানিয়ে দেবে। আর চাইলে সেটা অন বা অফ করে রাখা যাবে।

প্রসঙ্গত, গত বছর বাজেট রেঞ্জে Android 11-সহ Samsung Galaxy Tab A8 লঞ্চ হয়েছিল।  স্পেসিফিকেশনের কথা বললে, এতে ১০.৫ ইঞ্চি ৯০ ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, ইউনিসক টাইগার প্রসেসর, ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৭,০৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে।