Samsung Galaxy XCover 8 Pro ছুঁড়ে মারলেও নষ্ট হবে না, 4350mAh ব্যাটারি সহ এই সময়ে লঞ্চ হচ্ছে

সেফটি কোরিয়ার ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 8 প্রো এর ব্যাটারিকে EB-BG766GBY মডেল নম্বরের সাথে দেখা গেছে। এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 4265mAh। আর এর টিপিক্যাল ক্যাপাসিটি 4350mAh।

Ankita Mondal 11 Dec 2024 4:08 PM IST

স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনের নাম Samsung Galaxy XCover 8 Pro। অনলাইনে ডিভাইসটি সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগে এর মডেল নম্বর ও সম্ভাব্য লঞ্চের সময় জানা গিয়েছিল। আজ আবার সার্টিফিকেশন সাইট থেকে এই ফোনের ব্যাটারির ক্যাপাসিটি সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই রাগড স্মার্টফোনটি স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 6 প্রো এর উত্তরসূরি হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে, যা 2022 সালের জুলাইয়ে লঞ্চ হয়েছিল। এছাড়া ফেব্রুয়ারিতে ভারতে গ্যালাক্সি এক্সকভার 7 লঞ্চ করেছিল স্যামসাং।

Samsung Galaxy XCover 8 Pro এর ব্যাটারি ক্যাপাসিটি

সেফটি কোরিয়ার ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 8 প্রো এর ব্যাটারিকে EB-BG766GBY মডেল নম্বরের সাথে দেখা গেছে। এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 4265mAh। আর এর টিপিক্যাল ক্যাপাসিটি 4350mAh।

সেক্ষেত্রে গ্যালাক্সি এক্সকভার 8 প্রো হ্যান্ডসেটটি এর পূর্বসূরিদের থেকে বড় ব্যাটারি সহ আসবে। কারণ গ্যালাক্সি এক্সকভার 7 এবং গ্যালাক্সি এক্সকভার 6 প্রো মডেলে 4050 mAh ব্যাটারি ছিল।

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 8 প্রো এর লঞ্চের সময় (প্রত্যাশিত)

এর আগে জানা গিয়েছিল যে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 8 প্রো এর মডেল নম্বর SM-G766B। এটি 2025 সালের মাঝামাঝি সময়ে নতুন গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ মডেলের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, গ্যালাক্সি S25 সিরিজ এবং গ্যালাক্সি A56 মডেলের লঞ্চের পর এগুলি বাজারে আসবে।

উল্লেখ্য, MIL-STD-810H সার্টিফিকেশন এবং IP68 রেটেড বিল্ড সহ স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 7 এই বছরের ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। এটি গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ 5 এর সাথে বাজারে আসে। ভারতে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 7 এর দাম 27,208 টাকা থেকে শুরু হয়েছে, যেখানে এর এন্টারপ্রাইজ এডিশনের দাম শুরু 27,530 টাকা থেকে। স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ এডিশন যথাক্রমে এক বছরের এবং দুই বছরের ওয়ারেন্টি অফার করে।

Show Full Article
Next Story