Samsung Galaxy XCover 8 Pro ভারতে শীঘ্রই হচ্ছে লঞ্চ, BIS সার্টিফিকেশন থেকে পেল‌ ছাড়পত্র

Samsung Galaxy XCover 8 Pro Specification - স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো রাগড স্মার্টফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এই ফোনের বডি MIL- STD 810H সার্টিফায়েড। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে রয়েছে আইপি৬৮ রেটিং।

Ankita Mondal 9 Nov 2024 3:43 PM IST

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy XCover 8 Pro রাগড স্মার্টফোন। এটি ২০২২ সালে লঞ্চ হওয়া গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে। সম্প্রতি ফোনটির ব্যাটারি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। ফলে ডিভাইসটি এদেশে যে আসতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। উল্লেখ্য, স্যামসাং চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে গ্যালাক্সি এক্সকভার ৭ লঞ্চ করেছিল। Galaxy XCover 8 Pro একইভাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে পা রাখতে পারে।

Samsung Galaxy XCover 8 Pro পেল BIS সার্টিফিকেশন থেকে ছাড়পত্র

৯১মোবাইলস এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৮ প্রো এর ব্যাটারি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে EB-BG766GBY মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি বা ফোনের কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। তবে ডিভাইসটি যে কিছু মাসের মধ্যে লঞ্চ হবে তা নিশ্চিত হওয়া যায়। আর যেহেতু এটি স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো এর উত্তরসূরি হবে তাই চলুন পূর্বসূরির স্পেসিফিকেশন দেখে আসন্ন রাগড স্মার্টফোনটির ফিচার আন্দাজ করি। কারণ নতুন মডেলটিতে সামান্য কিছু আপগ্রেডেশন ছাড়া আগের মতোই ফিচার থাকবে বলে অনুমান করা যায়।

Samsung Galaxy XCover 6 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো রাগড স্মার্টফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এই ফোনের বডি MIL- STD 810H সার্টিফায়েড। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে রয়েছে আইপি৬৮ রেটিং। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলে।

Show Full Article
Next Story