পাওয়ার ও লাক্সারির মিশ্রণে Samsung Galaxy Z Flip 4 এর নতুন এডিশন আত্মপ্রকাশ করল
বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) গত আগস্ট মাসে তাদের Z Flip সিরিজের সাম্প্রতিকতম মডেল হিসেবে Galaxy Z Flip...বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) গত আগস্ট মাসে তাদের Z Flip সিরিজের সাম্প্রতিকতম মডেল হিসেবে Galaxy Z Flip 4 ফোল্ডেবল স্মার্টফোনটি বাজারে লঞ্চ করেছে। এটি একাধিক কালার ভ্যারিয়েন্টের সাথে বাজারে পা রেখেছিল। তবে, এবার দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এই ফোনটির একটি নতুন বিশেষ সংস্করণের মডেল উন্মোচন করেছে, যার নাম Samsung Galaxy Z Flip 4 Maison Margiela Edition। তবে, ডিজাইনে পরিবর্তন দেখা গেলেও এই ফোনের স্পেসিফিকেশনগুলি স্ট্যান্ডার্ড মডেলের মতোই। আসুন তাহলে Galaxy Z Flip 4-এর লিমিটেড এডিশনের ফোনটির ডিজাইন সহ অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
লঞ্চ হল চমকদার ডিজাইনের Samsung Galaxy Z Flip 4 Maison Margiela Edition
প্রথমেই জানিয়ে রাখি, মেইসন মারজিলা হল একটি প্যারিস ভিত্তিক হোট কাউচার হাউস (Haute couture house) এবং একটি ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড৷ স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর নতুন বিশেষ সংস্করণের মডেলটিতে মেইসন মারজিলা-এর আসল ডিজাইন মানগুলি দ্বারা অনুপ্রাণিত একটি ডিজাইন দেখা যায়। স্যামসাং এই ডিভাইসটি সাদা রঙের ব্যাক প্যানেলের সাথে লঞ্চ করেছে, যা ফ্যাশন ব্র্যান্ডের মূল বিশ্বাসের পুনর্ব্যাখ্যার ওপর ভিত্তি করে।
আবার, বিশেষ সংস্করণের গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর সাথে কোম্পানিটি দুটি প্রোটেক্টিভ কভারও অফার করে, যার মধ্যে একটি লেদার এবং 'বিয়ানচেটো' (Bianchetto) কৌশল রয়েছে, যা এটিকে সাদা ক্যানভাসে আঁকা ধূসর রঙের মতো দেখায়। এর চারকোণে চারটি সেলাইয়ের প্রতিরূপ মেইসন মারজিলা-এর স্বাক্ষর প্রতীকটিকে প্রতিফলিত করে। অন্যদিকে, দ্বিতীয় কভারটি হল একটি সিলিকন নম্বরিং কেস যার রিং হোল্ডারে ১১ নম্বর খোদাই করা আছে।
সবশেষে, স্যামসাং ইলেকট্রনিক্স নতুন Galaxy Z Flip 4 Maison Margiela Edition-এ দুটি অনন্য থিমও অফার করে, যার মধ্যে একটি বিশেষ ইউএক্স থিম রয়েছে যা ডিভাইসের মাধ্যমে কালো এবং সাদা উভয় ক্ষেত্রেই একটি এক্স-রে ভিশন প্রদান করে। অন্যটি একটি রুক্ষ ব্রাশ দিয়ে করা পেইন্ট টেক্সচার এক্সপ্রেশনকে দেখায়। কোম্পানি তাদের হোম মার্কেট দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ফ্রান্স, এবং চীনের বাজারেও (হংকং) নতুন Galaxy Z Flip 4 Maison Margiela Edition মডেলটি উন্মোচন করেছে। ডিভাইসটির সেল আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। তবে, এটি বিশ্বের অন্যান্য প্রধান বাজারগুলিতেও লঞ্চ করার পরিকল্পনা করেছে স্যামসাং। দাম এখনও প্রকাশ হয়নি।