রেকর্ড গড়লো Samsung, মাত্র 28 ঘন্টার 1 লাখ লোক বুক করল Samsung Galaxy Z Flip 5 ও Galaxy Z Fold 5

Samsung কিছুদিন আগে Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5 নামের দুটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করে। ইতিমধ্যেই ডিভাইস দুটির প্রি-বুকিংও শুরু হয়ে…

Samsung কিছুদিন আগে Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5 নামের দুটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করে। ইতিমধ্যেই ডিভাইস দুটির প্রি-বুকিংও শুরু হয়ে গেছে। আর এই প্রি-বুকিংয়েই রেকর্ড গড়েছে Samsung Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5। দক্ষিণ কোরিয়ার সংস্থার তরফে জানানো হয়েছে যে, ভারতে প্রি-বুকিং শুরু হওয়ার ২৮ ঘণ্টার মধ্যে এক লাখেরও বেশি ব্যবহারকারী এই দুটি ফোন অর্ডার করেছেন।

জানা গেছে, পূর্বসূরী গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এর তুলনায় স্যামসাংয়ের নতুন ফোনগুলো ১.৭ গুণ বেশি প্রি-বুকিং পেয়েছে। প্রসঙ্গত, ভারতে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ এবং জেড ফোল্ড ৫ এর প্রি-বুকিং ২৭ জুলাই, ২০২৩ থেকে শুরু হয়েছিল। আর আগামী ১৮ আগস্ট থেকে তাদের বিক্রি শুরু হবে।

Samsung Galaxy Z Flip 5 ও Galaxy Z Fold 5 এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। অন্যদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৫৪,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫‌ প্রি-বুকিং করলে ক্রেতারা ২০,০০০ টাকার সুবিধা পাবেন। অন্যদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৫ প্রি-বুকিংয়ের ক্ষেত্রে দেওয়া হবে ২৩,০০০ টাকার সুবিধা। এগুলি অফলাইন এবং অনলাইন রিটেল স্টোর থেকে অর্ডার করা যেতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন