পিছনেও বিশাল ডিসপ্লে, ফ্লিপ ফোনের মজা দ্বিগুণ করবে Samsung Galaxy Z Flip 5

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ Z সিরিজের অধীনে Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোনগুলির ওপর বর্তমানে কাজ করছে বলে জানা গেছে।…

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ Z সিরিজের অধীনে Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোনগুলির ওপর বর্তমানে কাজ করছে বলে জানা গেছে। এগুলি কোম্পানির রীতি মেনেই চলতি বছরের আগস্ট মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সুতরাং এগুলির লঞ্চের জন্য এখনও কয়েক মাস বাকি রয়েছে। তবে তার আগেই এখন, স্যামসাংয়ের আসন্ন ক্ল্যামশেল ফোল্ডেবল হ্যান্ডসেট, Galaxy Z Flip 5-এর একটি কনসেপ্ট রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে, যা এর সম্ভাব্য ডিজাইনটি প্রদর্শন করেছে। ফোনটিতে পূর্বসূরির তুলনায় একটি বড় কভার ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। Galaxy Z Flip 5 মডেলটি ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 2 মোবাইল প্ল্যাটফর্মের একটি কাস্টমাইজড সংস্করণ দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। আসুন এই আপকামিং ফ্লিপ ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy Z Flip 5-এর কনসেপ্ট রেন্ডার

স্যামমোবাইল এর শেয়ার করা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর কনসেপ্ট রেন্ডারে বিস্তৃত অংশ জুড়ে একটি বড় কভার ডিসপ্লে থাকতে দেখা গিয়েছে৷ আর বাইরের ডিসপ্লে পূর্বসূরি গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর ১.৯ ইঞ্চির স্ক্রিনের চেয়ে অনেক বড় হতে পারে। বড় কভার স্ক্রিন ব্যবহারকারীদের সেলফি তুলতে, সময় ও ব্যাটারি স্ট্যাটাসের পাশাপাশি নোটিফিকেশনগুলি দেখতে সাহায্য করবে।

এছাড়াও সাম্প্রতিক লিক থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর কভার ডিসপ্লেটির আকার হবে ৩.৪ ইঞ্চি, যা ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ সহ বাজারে উপলব্ধ অন্যান্য ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনের কভার ডিসপ্লের থেকে বড়৷ সম্প্রতি এই ফোল্ডেবলটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও স্পট করে গেছে, যার তালিকাটি এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের একটি কাস্টমাইজড ভার্সনের উপস্থিতি নিশ্চিত করেছে৷

জানিয়ে রাখি, Samsung Galaxy Z Flip 4 গত বছরের আগস্টে গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে লঞ্চ হয়েছিল, ভারতে যার বেস ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা। নতুন Galaxy Z Flip 5 পূর্ববর্তী প্রজন্মের মডেলের তুলনায় বেশ কিছু আপগ্রেডের সাথে আসবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, Galaxy Z Flip 4-এ রয়েছে ৬.৭ ইঞ্চির প্রাইমারি ফুল-এইচডি+ (১,০৮০x২,৬৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, Galaxy Z Flip 4-এর ব্যাক প্যানেলে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড প্রাইমারি সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে।

আর ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Z Flip 4-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ এবং আইপিএক্স৮ (IPX8) হল এই ফ্লিপ ফোনটির অন্যতম গুরুত্বপূর্ণ হাইলাইট।