Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra: ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনের মধ্যে কে সেরা দেখে নিন

Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra : গত ২৬শে জুলাই 'Galaxy Unpacked' ইভেন্ট চলাকালীন ভারত সহ গ্লোবাল...
SUPARNA 31 July 2023 12:41 PM IST

Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra : গত ২৬শে জুলাই 'Galaxy Unpacked' ইভেন্ট চলাকালীন ভারত সহ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করে Samsung Galaxy Z Flip 5। এটিকে পূর্বসূরিদের তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচার এবং তুলনায় বড় সেকেন্ডারি বা বাহ্যিক ডিসপ্লের সাথে নিয়ে আসা হয়েছে। তবে গত জুন মাসে লঞ্চ হওয়া Motorola Razr 40 Ultra ফোল্ডেবল মডেলটি কিন্তু Samsung -এর নয়া হ্যান্ডসেটের থেকেও বড় অর্থাৎ ৩.৬-ইঞ্চির আউটার ডিসপ্লে অফার করে। একইভাবে অন্যান্য বিভাগেও তারতম্য লক্ষ্যণীয়। তাই Samsung Galaxy Z Flip 5 নাকি Motorola Razr 40 Ultra স্মার্টফোন আপনার জন্য কেনা লাভজনক হবে তা এখন বিচার্য বিষয়। এই কারণে আমরা আজ এই দুই ফোনের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরবো।

Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra : দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম থাকছে ৯৯,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১,০৯,৯৯৯ টাকা মূল্যে। ডিভাইসটি - মিন্ট, গ্রাফাইট, ক্রিম এবং ল্যাভেন্ডার কালার বিকল্পে এসেছে।

এদেশে মোটোরোলা রেজার ৪০ আল্ট্রা ফোনের দাম ৮৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের। এটি - ইনফিনিটি ব্ল্যাক এবং ভিভা ম্যাজেন্টা কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra : ডিসপ্লে

ডুয়াল-সিমের (ন্যানো + ই-সিম) স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৬৪০ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি বা ইনার ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ২২:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। আবার হ্যান্ডসেটটি ৩.৪-ইঞ্চির সুপার AMOLED ফোল্ডার-আকৃতির কভার ডিসপ্লে সহ এসেছে, যার রেজোলিউশন ৭২০x৭৪৮ পিক্সেল, রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৩০৬ পিপিআই। ডিসপ্লে এবং ব্যাক প্যানেল উভয়ই কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত।

মোটোরোলা রেজার ৪০ আল্ট্রা স্মার্টফোনে ৬.৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে আছে। এই প্রাইমারি ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১৪০০ নিট পিক ব্রাইটনেস ও HDR10+ প্রযুক্তি সমর্থন করে। আবার ডিভাইসটির ক্যামেরা মডিউলের পাশাপাশি অর্থাৎ ব্যাক প্যানেলে গরিলা গ্লাস ৭ প্রটেকশন সহ ৩.৬-ইঞ্চির বড় সেকেন্ডারি টাচস্ক্রীনও বিদ্যমান, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং pOLED প্যানেল অফার করে।

Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেলে কাস্টম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, আলোচ্য চিপসেটটি মূল স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি -এর একটি ‘এক্সক্লুসিভ’ সংস্করণ, যাতে ওভারক্লকড সিপিইউ এবং জিপিইউ কোর রয়েছে। এই ডিভাইসে ৮ জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য মোটোরোলা রেজর ৪০ আল্ট্রা স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইউএক্স কাস্টম স্কিনে রান করে।

Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra : ক্যামেরা সেটআপ

Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/২.২ অ্যাপারচার ও ১২৩-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড প্রাইমারি সেন্সর এবং ডুয়াল পিক্সেল অটোফোকাস সহ, এফ/১.৮ অ্যাপারচার, ৮৩-ডিগ্রি ফিল্ড–অফ-ভিউ ও ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) প্রযুক্তি সমর্থিত ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল শুটার। এদিকে ফোল্ডেবল ডিসপ্লের উপরিভাগে এফ/২.২ অ্যাপারচার এবং ৮৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে৷

Motorola Razr 40 Ultra স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – OIS-এনাবল ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ম্যাক্রো লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Flip 5 vs Moto Razr 40 Ultra : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি, কানেক্টিভিটি বিকল্প

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ হ্যান্ডসেটে ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত ডিভাইসকে চার্জ করতে সক্ষম। এছাড়া এই ফোন ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ার-শেয়ার প্রযুক্তির সমর্থন সহও এসেছে। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে মিলবে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, জিপিএস / এ-জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

মোটোরোলা রেজর ৪০ আল্ট্রা স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৩০ ওয়াট টার্বপাওয়ার ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত ৩,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আবার কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে অন্তর্ভুক্ত থাকছে - ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং এনএফসি।

Samsung Galaxy Z Flip 5 vs Motorola Razr 40 Ultra : রেটিং

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোন প্রতিরোধের জন্য IPX8 রেটিং প্রাপ্ত।

মোটোরোলা রেজর ৪০ আল্ট্রা স্মার্টফোন জল-প্রতিরোধী IP52 বডি-বিল্ড সহ এসেছে।

Show Full Article
Next Story