অভিজ্ঞতা থেকে শিক্ষা, নতুন ফোনে আর এই ভুলের পুনরাবৃত্তি করবে না Samsung

স্যামসাং (Samsung) যথারীতি বছরের দ্বিতীয়ার্ধে তাদের ফ্ল্যাগশিপ Galaxy Z সিরিজের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করার তোড়জোড় শুরু করে দিয়েছে। কোম্পানি এই লাইনআপের অধীনে দুটি…

স্যামসাং (Samsung) যথারীতি বছরের দ্বিতীয়ার্ধে তাদের ফ্ল্যাগশিপ Galaxy Z সিরিজের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করার তোড়জোড় শুরু করে দিয়েছে। কোম্পানি এই লাইনআপের অধীনে দুটি মডেল বাজারে আনবে বলে আশা করা যায়, এগুলি হল Samsung Galaxy Z Flip 6 এবং Samsung Galaxy Z Fold 6। এর মধ্যে ফ্লিপ ফোনটি অর্থাৎ, Galaxy Z Flip 6 দুটি চিপসেট বিকল্পে আসবে বলে শোনা যাচ্ছিল – Qualcomm Snapdragon এবং Samsung Exynos 2400। আর এখন এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, Samsung Galaxy Z Flip 6 মডেলটি শুধুমাত্র Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে আসবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 6 ফোনে শুধুই Snapdragon চিপ, থাকবে না Exynos ভ্যারিয়েন্ট

পরবর্তী স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এবং এই ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ হ্যান্ডসেট দুটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে। উভয় হ্যান্ডসেটেরই বিশ্ববাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। এখন টিপস্টার ‘ক্রো’ তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি পোস্টে জানিয়েছেন যে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলে এক্সিনস ২৪০০ চিপটি ব্যবহার করা হবে না।

তবে, আগের কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোনটি কিছু অঞ্চলে এক্সিনস ২৪০০ চিপসেট এবং বাকি মার্কেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ পাওয়া যাবে। কিন্তু স্যামসাংয়ের এক্সিনস ২৪০০ প্রসেসরে সম্প্রতি কিছু সমস্যা দেখা গেছে, তাই সম্ভবত কোম্পানি এটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্যামসাং সাধারণত তাদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল মডেল, Samsung Galaxy Z Fold এবং Samsung Galaxy Z Flip ফোল্ডিং হ্যান্ডসেটগুলিতে লেটেস্ট Qualcomm Snapdragon চিপসেট ব্যবহার করে থাকে। অন্যদিকে, ডুয়েল চিপসেট পদ্ধতি সাধারণত Galaxy S সিরিজের মডেলগুলিতে প্রয়োগ করা হয়ে থাকে, যেগুলি হয় কোয়ালকম বা এক্সিনোস প্রসেসরের সাথে বাজারে আসে। মনে করা হচ্ছে যে, কর্মক্ষমতা এবং দক্ষতার দিক থেকে Samsung Galaxy S24 মডেলগুলিতে থাকা Exynos 2400 চিপসেটের সাথে Snapdragon 8 Gen 3 প্রসেসরকে তুলনা করে নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

যদিও, কোম্পানির তরফে এখনও Samsung Galaxy Z Flip 6 ফোনের প্রসেসর বা অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। যদিও মনে করা হচ্ছে যে, স্যামসাং আনপ্যাকড ইভেন্টের সময় যত এগিয়ে আসবে, ততই আপকামিং ফোল্ডেবলগুলি সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে।