হাই-পারফরম্যান্সের জন্য বিশেষ প্রসেসর, চমকে দেবে Samsung Galaxy Z Flip 6-এর স্পিড

স্যামসাং (Samsung)-এর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে চলেছে। আসন্ন...
Ananya Sarkar 21 April 2024 12:12 PM IST

স্যামসাং (Samsung)-এর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে চলেছে। আসন্ন Galaxy Z সিরিজের অধীনে Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 বাজারে পা রাখবে৷ সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন Galaxy Z Flip গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা যথারীতি কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Samsung Galaxy Z Flip 6 GeekBench সাইটে হাজির

স্যামসাংয়ের আসন্ন ফ্লিপ ফোনটির মার্কিন ভার্সনকে গিকবেঞ্চ প্ল্যাটফর্মে দেখা গেছে। যার মডেল নম্বর SM-F741U। বেঞ্চমার্ক ডেটাবেসের ভলকান টেস্টে এটি একটি অক্টা কোর কোয়ালকম প্রসেসরের সাথে 1,5084 পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। এতে থাকা প্রসেসরটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3, যা গ্যালাক্সির জন্য আলাদাভাবে কাস্টমাইজ করা। আদতে এটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটের একটি উচ্চতর ক্লক স্পিড ভ্যারিয়েন্ট।

বেঞ্চমার্ক ডেটাবেস অনুযায়ী, এই ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসরটি অন্তত 8 জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে এবং অ্যান্ড্রয়েড 14 ওএস ভিত্তিক ওয়ান ইউআই 6.1 কাস্টম স্কিনে চলবে। এছাড়া, গিকবেঞ্চ প্ল্যাটফর্ম থেকে আসন্ন ফ্লিপ ফোল্ডিং ফোনটির সম্পর্কে আর কোনও তথ্য উঠে আসেনি। তবে গত মাসে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি 512 জিবি পর্যন্ত স্টোরেজ এবং 12 জিবি পর্যন্ত র‍্যাম সহ আসবে।

উল্লেখ্য, দেশভেদে Samsung Galaxy Z Flip 6 ফোনটি Qualcomm Snapdragon 8 জেন 3 এবং Exynos 2400 চিপসেটের সাথে আসবে বলে জানা গেছে। প্রথমটি আমেরিকা এবং দ্বিতীয়টি বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Galaxy Z Flip 6-এ আগের মডেলের চেয়ে বড় 4,000 এমএএইচ ব্যাটারি থাকবে এবং কভার ডিসপ্লেটি উচ্চতর 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Show Full Article
Next Story