Galaxy Z Flip 5: BTS ভক্তদের জন্য সুন্দর উপহার এনে চমকে দিল Samsung
কোরিয়ার বিখ্যাত পপ ব্যান্ড বিটিএস (BTS)-এর জনপ্রিয়তা জগৎজোড়া। ভারতেও "বিটিএস আর্মি"-এর সদস্য সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি...কোরিয়ার বিখ্যাত পপ ব্যান্ড বিটিএস (BTS)-এর জনপ্রিয়তা জগৎজোড়া। ভারতেও "বিটিএস আর্মি"-এর সদস্য সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্যামসাং এবার দেশের অগণিত বিটিএস ফ্যানদের জন্য নিয়ে এসেছে বিশেষ চমক। আকষর্ণীয় বিটিএস গুডি সহ Samsung Galaxy Z Flip 5-এর লিমিটেড এডিশন বাক্স ভারতের লঞ্চ হয়েছে। যার মধ্যে স্মার্টফোন, ফ্লিপসুট কেস এবং একটি ইন্টারেক্টিভ বিটিএস মেম্বার কার্ড রয়েছে। ইন্টারেক্টিভ কার্ডগুলি এনএফসি সাপোর্ট করে এবং ফ্লিপসুট কেসের সাথে ব্যবহার করার সময় Galaxy Z Flip 5-এর কভার ডিসপ্লে ওয়ালপেপার পরিবর্তন করতে সক্ষম। চলুন ভারতে Samsung Galaxy Z Flip 5 Limited Edition Box-এর দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভারতে Samsung Galaxy Z Flip 5 Limited Edition Box-এর দাম ও লভ্যতা
স্যামসাং ঘোষণা করেছে যে, যারা গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ লিমিটেড এডিশন এবং ফ্লিপসুট কেস একসাথে কিনছেন তারা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই লিমিটেড এডিশন বক্সটি পাবেন। ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ১,০৯,৯৯৯ টাকায় পাওয়া যায়। ফ্লিপসুট কেসটির মূল্য ৪,১৯৯ টাকা হলেও গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর সাথে কিনলে দাম পড়বে ৩,৭৯৯ টাকা। ব্র্যান্ডটি নির্বাচিত কার্ডের ক্ষেত্রে ৭,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় এবং ৭,০০০ টাকা আপগ্রেড বোনাস অফার করছে৷ যদিও, এখনও গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ লিমিটেড এডিশন বক্স সংস্থার ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়নি।
Samsung Galaxy Z Flip 5 Limited Edition Box-এর সামগ্রী
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ লিমিটেড এডিশন বক্সে রয়েছে এক্সক্লুসিভ বিটিএস গুডির সাথে ফ্লিপসুট কেস এবং স্মার্টফোন ইউনিট। বিটিএস-এর সাথে স্যামসাংয়ের সম্পর্ক নতুন নয় এবং ব্যান্ডের অন্যতম সদস্য, সুগা স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গায়ক সিওলে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টেও উপস্থিত ছিলেন।
জনপ্রিয় কে-পপ ব্যান্ডের সাথে সম্পর্ক প্রসারিত করে, স্যামসাং লিমিটেড এডিশন বক্সে ইন্টারেক্টিভ বিটিএস মেম্বার কার্ড সহ ফ্লিপসুট কেস অন্তর্ভুক্ত করেছে। উল্লেখযোগ্যভাবে, এই কার্ডগুলি এনএফসি-এনেবল এবং সংশ্লিষ্ট বিটিএস মেম্বার ফ্লিপসুট কার্ডের সাথে মিলিয়ে Samsung Galaxy Z Flip 5-এর কভার ডিসপ্লের ওয়ালপেপার কাস্টমাইজ করে। স্যামসাং এই লিমিটেড এডিশনের বক্সে জিমিন, সুগা, আরএম এবং জে হোপ কার্ড অফার করছে। তবে, বাক্সে শুধুমাত্র একটি কার্ড অন্তর্ভুক্ত থাকবে এবং ব্যবহারকারীরা নিজের পছন্দমতো তা বেছে নিতে পারবেন না। ফ্লিপসুট কেস দুটি ফ্রি কার্ডের সাথে আসে - ল্যাভেন্ডার এবং ব্লু।
Samsung Galaxy Z Flip 5-এর স্পেসিফিকেশন
Samsung Galaxy Z Flip 5-এ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ ডাইনামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২,৬৪০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪২৫ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। আর রিয়ার প্যানেলে ৩.৪ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন বিদ্যমান, যা ৬০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৭২০ x ৭৪৮ পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটি Adreno 740 জিপিইউ সাথে গ্যালাক্সি-এক্সক্লুসিভ ৪ ন্যানোমিটারের Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যায়। Galaxy Z Flip 5 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy Z Flip 5-এ অপটক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Z Flip 5-এ ৩,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। অডিওর জন্য, ফ্লিপ ফোনটিতে ডলবি অ্যাটমস (Dolby Atmos) অডিও সহ স্টেরিও স্পিকার এবং নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।
COPYRIGHT 2024
Powered By Blinkcms