Samsung এর এই দুই স্মার্টফোনে এখন Android 13 ইন্সটল করা যাচ্ছে
Samsung বিগত কয়েক মাস ধরে তাদের বিভিন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট যেমন Galaxy S22 সিরিজ, Galaxy S20, Galaxy Z Fold 3, এবং...Samsung বিগত কয়েক মাস ধরে তাদের বিভিন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট যেমন Galaxy S22 সিরিজ, Galaxy S20, Galaxy Z Fold 3, এবং Flip 3 মডেলে Android 13 নির্ভর One UI 5.0 রোলআউট করেছে। আশ্চর্যজনক ভাবে সেই তালিকা থেকে বাদ ছিল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির লেটেস্ট দুই লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন।
এদিকে অক্টোবরের শেষে স্টেবেল আপডেট ছাড়বে স্যামসাং। তাই তড়িঘড়ি Android 13 বিটা প্রোগ্রামের আওতায় Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 মডেল দু'টিকে এবার অর্ন্তভুক্ত করা হয়েছে। স্যামসাং মেম্বার অ্যাপের মাধ্যমে One UI 5.0 এর সাথে Android 13 বিটা ফোনদ্বয়ের ব্যবহারকারীদের কাছে উপলব্ধ করা হয়েছে।
আমেরিকা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও দক্ষিণ কোরিয়াতেও উক্ত সুবিধাটি পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, Galaxy Z Fold 4 এর Android 13 বেসড One UI 5.0 সংস্করণের বিটা আপডেটের সাইজ তিন গিগাবাইটেরও কম এবং সাথে অক্টোবরের সিকিউরিটি প্যাচ বান্ডেল করা হয়েছে। অনুমান, আগের বছরের ফ্ল্যাগশিপের ন্যায় এবারও S22 সিরিজের পর Samsung Galaxy Z Fold 4 ও Galaxy Z Flip 4 স্টেবেল আপডেট পাবে।
One UI 5.0 ফিচার্স
Android 13 নির্ভর হওয়ার কারণে One UI 5.0 ভার্সনে অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণের মতো নানা ফিচার্স যেমন নতুন ডাইনামিক লক স্ক্রিন, উন্নত ডাইনামিক থিমিং, আরও ভাল উইজেট স্ট্যাকিং, মাল্টি ইউজার সাপোর্ট এসেছে। পাশাপাশি মাল্টি টাস্কিং জেশ্চারেও ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। গ্যালারি অ্যাপের টেক্সট রিকগনিশন আরও ইমপ্রুভড। এছাড়া একটি নতুন প্রাইভেসি হাবের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রাইভেসি অপশনের আরও ভাল ভাবে কন্ট্রোল করা যাবে।