Galaxy Z Fold 5-এর স্পেশাল ভার্সন আনছে Samsung, ডিজাইনে থাকবে বড় চমক

স্যামসাং (Samsung)-এর দুই লেটেস্ট ফোল্ডেবল ফোন হল Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5। লঞ্চ হয়েছে গত জুলাই মাসে।...
Ananya Sarkar 27 Aug 2023 11:12 AM IST

স্যামসাং (Samsung)-এর দুই লেটেস্ট ফোল্ডেবল ফোন হল Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5। লঞ্চ হয়েছে গত জুলাই মাসে। গ্রাহকদের পাশাপাশি গ্যাজেট রিভিউয়ার্সদের কাছে সমাদৃত হয়েছে এটি। তবে, সম্প্রতি জানা গেছে যে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের ফোল্ডেবল লাইনআপ নিয়ে নতুন পরিকল্পনা করছে। যেমন শোনা যাচ্ছে, স্যামসাং আরও সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল মডেলের ওপর কাজ করছে। আর এখন শোনা যাচ্ছে, Samsung Galaxy Z Fold 5 Thom Browne Edition নামে এক স্পেশাল এডিশন মডেল বাজারে আনতে চলেছে সংস্থা।

Samsung লঞ্চ করবে Galaxy Z Fold 5 Thom Browne Edition

থম ব্রাউন সংস্করণটি গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর একটি লিমিটেড-এডিশন ভার্সন বলে মনে করা হচ্ছে, যা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার থম ব্রাউনের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত। ফোনটিতে অভিনব কালারওয়ে এবং ডিজাইন মেটিরিয়াল থাকবে, যা ব্রাউনের সিগনেচার স্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ। স্যামসাং আগেও গ্যালাক্সি জেড সিরিজে অন্তর্ভুক্ত গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ২-এর মতো কিছু মডেলের জন্য থম ব্রাউন এডিশন লঞ্চ করেছিল।

প্রসঙ্গত, এই স্পেশাল এডিশন মডেলগুলি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে, তাই আশা করা যায় গ্যালাক্সি জেড ফোল্ড ৫ থম ব্রাউন এডিশনেরও ভালোই চাহিদা থাকবে। ডিভাইসটি এ বছরের চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। তবে, স্যামসাংয়ের তরফে এখনও গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর বিশেষ সংস্করণটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে, স্ট্যান্ডার্ড গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোন দুটি বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

Samsung Galaxy Z Fold 5-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Fold 5-এ ৭.৬ ইঞ্চির কিউএক্সজিএ+ (২,১৭৬ x ১,৮১২ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ৩৭৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২.৬:১৮। অ্যাসপেক্ট রেশিও অফার করে। এতে ৬.২ ইঞ্চির ফুল-এইচডি+ (২,৩১৭ x ৯০৪ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২X কভার ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৪১২ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। এই ফোল্ডেবলে গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্যামসাংয়ের লেটেস্ট ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) সফ্টওয়্যার ভার্সনে চলে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Galaxy Z Fold 5-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ডুয়েল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উপস্থিত রয়েছে। আর Z Fold 5-এর কভার ডিসপ্লেতে একটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা এবং প্রাইমারি স্ক্রিনে একটি ৪ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Samsung Galaxy Z Fold 5-এ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। জল প্রতিরোধের জন্য ফোনটিতে আইপিএক্স৮ রেটিং রয়েছে। এছাড়া, Samsung Galaxy Z Fold 5-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

Show Full Article
Next Story