স্মার্টফোনের এই ফিচার উন্নত করতে Google-কে অনুসরণ করতে পারে Samsung

আগামী মাসেই বহু প্রতীক্ষিত Samsung Galaxy Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তার আগেই অবশ্য পরের বছর লঞ্চ হতে চলা Galaxy Z Fold…

আগামী মাসেই বহু প্রতীক্ষিত Samsung Galaxy Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তার আগেই অবশ্য পরের বছর লঞ্চ হতে চলা Galaxy Z Fold 6 নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গেছে। এক টেক টিপস্টার দাবি করেছেনন যে, Galaxy Z Fold 6-এ উল্লেখযোগ্য ডিজাইনের পরিবর্তন দেখা যাবে। ফোনটির কভার স্ক্রিনের আকৃতির অনুপাত বদলাবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Fold 6-এর অ্যাসপেক্ট রেশিওতে দেখা যেতে পারে পরিবর্তন

টিপস্টার টেক রিভ টুইটারে জানিয়েছেন যে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬-এ প্রধান ক্যামেরা হিসাবে তার পূর্বসূরি জেড ফোল্ড ৪ এবং আসন্ন জেড ফোল্ড ৫-এর মতোই ৫০ মেগাপিক্সেলের আইএসওসেল জিএন৩ সেন্সর থাকবে। তাই যারা ক্যামেরা আপগ্রেডের প্রত্যাশা করছেন, তাদের জন্য এটি হতাশাজনক হতে পারে। তবে ফোনটিকে আগের চেয়ে আকর্ষণীয় করে তুলতে ফোনের স্ক্রিনের মাত্রায় বদল আসতে পারে।

বর্তমানে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪-এর স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ২৩.১:৯। টিপস্টারের দাবি, স্যামসাং সম্ভবত গ্যালাক্সি জেড ফোল্ড ৬-এ আরও প্রশস্ত অ্যাসপেক্ট রেশিও নিয়ে আসার পরিকল্পনা করছে। এতে গুগলের পিক্সেল ফোল্ড-এর ডিজাইন কৌশল অনুকরণ করা হতে পারে, যা বর্তমান প্রজন্মের স্যামসাং মডেলগুলির তুলনায় একটি বিস্তীর্ণ স্ক্রিন অফার করে।

উক্ত পরিবর্তন অনর ম্যাজিক ভিএস (21.3:9), ভিভো এক্স ফোল্ড ২ (২১:৯) এবং গুগল পিক্সেল ফোল্ড (১৭.৪:৯)-এর মতো ফোল্ডেবল ফোনে দেখা অধিক প্রচলিত অ্যাসপেক্ট রেশিওকে গ্রহণ করার ক্ষেত্রে স্যামসাংয়ের আগ্রহকে তুলে ধরে। তবে, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে Samsung Galaxy Z Fold 6-এর অ্যাসপেক্ট রেশিও-এ পরিবর্তনের বিষয়টি এই মুহূর্তে পুরোপুরি অনুমান-নির্ভর, তাই এটি ভবিষ্যতে বাস্তবায়িত হবে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, Galaxy Z Fold 5 আগামী মাসে দক্ষিণ কোরিয়াতে স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে Galaxy Z Flip 5-এর সাথে লঞ্চ হবে এবং এর গ্রহণযোগ্যতা Z Fold 6 সহ ভবিষ্যতের মডেলগুলির ডিজাইনের দিককে প্রভাবিত করতে পারে। আপাতত, এই জল্পনাগুলিকে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন সিরিজের সম্ভাব্য আপগ্রেডগুলির একটি আকর্ষণীয় ঝলক বলা যেতে পারে।