স্লিম ডিজাইন সহ এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy Z Fold 6 (Special Edition), ক্যামেরা হবে ঝাক্কাস
Samsung Galaxy Z Fold 6 কিছুমাস আগেই বাজারে এসেছে। এবার এর একটি স্পেশাল এডিশন আনছে সংস্থাটি। এর আগে একটি রিপোর্টে বলা...Samsung Galaxy Z Fold 6 কিছুমাস আগেই বাজারে এসেছে। এবার এর একটি স্পেশাল এডিশন আনছে সংস্থাটি। এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, এই বিশেষ এডিশন আসল মডেলের তুলনায় কিছুটা পাতলা হবে। আজ আবার Samsung Galaxy Z Fold 6 (Special Edition) এর রেন্ডার শেয়ার করে ক্যামেরা আইল্যান্ডের ডিজাইন প্রকাশ করেছে টিপস্টার ইভান ব্ল্যাস।
রেন্ডার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বিশেষ এডিশনে আয়তকার ক্যামেরা আইল্যান্ড থাকবে। যেখানে রেগুলার মডেলে পিল শেপ আকৃতির ক্যামেরা মডিউল ছিল। এছাড়া টিপস্টার বলেছেন, এতে আপগ্রেড ক্যামেরা হার্ডওয়্যার ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্যামসাং ২০২২ সাল থেকে ক্যামেরা হার্ডওয়্যারে আপগ্রেড করেনি।
আবার এর সাইড ফ্রেম ডিজাইন দেখে স্পষ্ট যে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ (স্পেশাল এডিশন) রেগুলার মডেলের থেকে পাতলা হবে। আর নয়া ভ্যারিয়েন্টে টেক্সচার্ড ফিনিশ দেখা গেছে, ফলে এটি ধরতে সুবিধা হবে। আর রেন্ডার অনুসারে, নয়া মডেল রোজ গোল্ড কালারে আসবে।
এর আগে জানা গিয়েছিল, Samsung Galaxy Z Fold 6 (Special Edition) ফোনটি ফোল্ড করলে ১০মিমি ও আনফল্ড করলে ৪.৯মিমি হবে। যেখানে রেগুলার মডেল ফোল্ড ও আনফোল্ড করলে যথাক্রমে ১২.৫মিমি ও ৫.৬মিমি হয়। আর ডিসপ্লের ক্ষেত্রে নয়া মডেলের ভিতরের ডিসপ্লের সাইজ ৭.৬ ইঞ্চির পরিবর্তে ৮ ইঞ্চি হবে। আর বাইরের ডিসপ্লের সাইজ হবে ৬.৩ এর পরিবর্তে ৬.৫ ইঞ্চি।
ইতিমধ্যেই স্যামসাং ইন্ডিয়া নয়া Samsung Galaxy Z Fold 6 (Special Edition) কে টিজ করতে শুরু করেছে। সেখানে এই ফোল্ডেবল ফোনের জন্য 'আল্ট্রা লাইট, থিন ডিজাইন' কথাগুলি ব্যবহার করা হয়েছে। এছাড়া জানানো হয়েছে, ডিভাইসটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/ ১টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।