চীনা কোম্পানিদের সঙ্গে পাল্লা দিতে 1TB স্টোরেজের স্মার্টফোন আনছে Samsung
স্যামসাং (Samsung) তাদের পরবর্তী প্রজন্মের Z সিরিজের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনগুলি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই আসন্ন...স্যামসাং (Samsung) তাদের পরবর্তী প্রজন্মের Z সিরিজের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনগুলি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই আসন্ন ডিভাইসগুলি হল Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6৷ কিন্তু কোনও অফিসিয়াল ঘোষণার আগেই এখন, গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্ক ডেটাবেসে Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনটি হাজির হয়েছে, যা যথারীতি এর কিছু প্রধান বৈশিষ্ট্য প্রকাশ করেছে৷ চলুন এগুলি দেখে নেওয়া যাক।
Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনটিকে দেখা গেল GeekBench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোল্ডেবল ফোনটি SM-F956U মডেল নম্বর সহ গিকবেঞ্চে দেখা গেছে। মডেল নম্বরে 'U' অক্ষরটি নির্দেশ করে যে এটি আসন্ন ফোল্ডেবল ফোনের ইউএস বা আমেরিকান ভ্যারিয়েন্ট। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, এই ডিভাইসটি সিঙ্গেল-কোর টেস্টে ১,৯৬৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৬,৬১৯ পয়েন্ট অর্জন করেছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটির সাথে এই স্কোরটি অর্জন করেছে। এই চিপসেটটি ১২ জিবি র্যামের সাথে যুক্ত। গিকবেঞ্চ আরও নিশ্চিত করে যে নতুন ফোল্ডেবল ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। আগের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনের স্টোরেজ কনফিগারেশন এবং কালার অপশনেগুলিও প্রকাশ করা হয়েছিল। ডিভাইসটি নেভি (ব্লু), সিলভার শ্যাডো, লাইট পিঙ্ক, ক্রাফটেড ব্ল্যাক এবং হোয়াইট ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও জানা গেছে যে, Samsung Galaxy Z Fold 6 তিনটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে, এগুলি হল ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। ফোল্ডেবল ফোনটির ব্যাটারির আকারও সম্প্রতি প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, স্মার্টফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারিটি থাকবে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Samsung Galaxy Z Fold 6 ফোনটি সম্ভবত ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৪.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিংও অফার করবে।