200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Samsung Galaxy Z Fold Special Edition, থাকবে S Pen সাপোর্ট

সম্প্রতি জানা যায় আসন্ন Samsung Galaxy Z Fold Special Edition ফোনটি “জেড ফোল্ড স্লিম” এবং “জেড ফোল্ড আল্ট্রা” কোডনেমের সাথে আসবে। এখন আবার নয়া একটি…

samsung galaxy z fold special edition may come with s pen support and 200 megapixel camera

সম্প্রতি জানা যায় আসন্ন Samsung Galaxy Z Fold Special Edition ফোনটি “জেড ফোল্ড স্লিম” এবং “জেড ফোল্ড আল্ট্রা” কোডনেমের সাথে আসবে। এখন আবার নয়া একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে এতে S Pen সাপোর্ট করবে। মাইক্রোব্লগিং সিইটে এক্স-এ টিপস্টার আইস ইউনিভার্স এই তথ্য শেয়ার করেছেন।

Samsung Galaxy Z Fold Special Edition ফোনে S Pen সাপোর্ট করবে

টিপসটার বলেছেন, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশন সংস্থার স্টাইলাসের সাথে আসবে। তবে এর জন্য কোনো ডেডিকেটেড স্লট দেওয়া হবে কিনা তা টিপস্টার পরিষ্কার করে বলেননি। আর স্যামসাংয়ের তরফেও এই খবর এখনও নিশ্চিত করা হয়নি।

তাই মনে হচ্ছে এস পেন সাপোর্ট সহ এলেও Samsung Galaxy Z Fold Special Edition ফোনে এর জন্য ডেডিকেটেড কোনো স্লট থাকবে না। অর্থাৎ Galaxy Z Fold 6-এর মতোই এই ডিভাইস ব্যবহারকারীদেরও আলাদাভাবে এস পেন বয়ে বেড়াতে হবে। এর একটা কারণ হতে পারে জায়গার অভাব। যেমন Galaxy S24 ফোনে বিল্ট-ইন এস পেন স্পেস উপস্থিত, তবে ফোল্ডেবল ডিভাইসে এই ধরনের অভ্যন্তরীণ রিয়েল এস্টেটের অভাব রয়েছে।

এস পেন ছাড়াও Samsung Galaxy Z Fold Special Edition মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এটি খুব পাতলা হবে। আর এতে 8 ইঞ্চি প্রাইমারি স্ক্রিন এবং 6.5 ইঞ্চি কভার স্ক্রিন দেওয়া হবে।