দাম বাড়ছে ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোনের, দায়ী Samsung এর নতুন সিদ্ধান্ত

আপনি কি ক্যামেরা কেন্দ্রিক ফোন খোঁজ করছেন? তাহলে তড়িঘড়ি কিনে নিন। কারণ শীঘ্রই এই ধরনের ফোনগুলির দাম বাড়তে চলেছে। আসলে...
SUPARNA 30 Nov 2023 11:08 PM IST

আপনি কি ক্যামেরা কেন্দ্রিক ফোন খোঁজ করছেন? তাহলে তড়িঘড়ি কিনে নিন। কারণ শীঘ্রই এই ধরনের ফোনগুলির দাম বাড়তে চলেছে। আসলে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung, স্মার্টফোন তৈরির পাশাপাশি বিশ্বের অন্যতম বড় ক্যামেরা ইমেজ সেন্সর (CIS) সংস্থা হিসাবেও স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বিশেষ ভূমিকা পালন করছে। সংস্থার তৈরি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ অন্যান্য রেজোলিউশনের ক্যামেরা সেন্সর একাধিক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেলে ব্যবহার করা হয়েছে। আর রিপোর্ট অনুযায়ী, Samsung কিছুদিনের মধ্যে তাদের ক্যামেরা সেন্সরের দাম বাড়াতে চলেছে।

ক্যামেরা সেন্সরের দাম বাড়াতে চলেছে Samsung, বাড়তে পারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম

বিশ্বের অন্যতম বৃহত্তম ক্যামেরা ইমেজ সেন্সর (CIS) প্রস্তুতকারকদের মধ্যে একটি হল স্যামসাং। এই ক্যামেরা সেন্সরগুলি সংস্থার বিভিন্ন হ্যান্ডসেটে তো ব্যবহৃত হয়ই, পাশাপাশি অন্যান্য স্মার্টফোন নির্মাতারাও স্যামসাংয়ের থেকে সেন্সর কিনে থাকে। এক্ষেত্রে সংস্থাটির লেটেস্ট তথা সবথেকে সেরা সেন্সর হল ২০০ মেগাপিক্সেলের ISOCELL HP2 লেন্স। ২০০ মিলিয়ন ০.৬-মাইক্রোমিটার (μm) পিক্সেলে ১/১.৩-ইঞ্চির অপটিক্যাল ফর্ম্যাটে আসা এই ক্যামেরা সেন্সর ২০২৩ সালে আগত Galaxy S23 Ultra মডেলে ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি, এই স্মার্টফোন সেরা ক্যামেরা-কেন্দ্রিক হ্যান্ডসেটগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়৷

তবে শীঘ্রই এই ধরনের ক্যামেরা কেন্দ্রিক ডিভাইসের দাম বাড়তে পারে। কারণ Samsung তাদের ইমেজিং সেন্সরগুলির দাম ২৫% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। স্যামসাংয়ের তরফ থেকে স্মার্টফোন নির্মাতাদের পাঠানো একটি নোটিশ অনুসারে, ২০২৪ সালের প্রথমার্ধে বর্ধিত দাম কার্যকর হতে পারে।

এক্ষেত্রে অনেকে মনে করছেন, স্যামসাং হয়তো ৩২ মেগাপিক্সেল এবং তারও বেশি রেজোলিউশনের সেন্সরের দাম বাড়াতে পারে। কেননা এইধরণের সেন্সর তৈরির প্রক্রিয়া তুলনায় জটিল। যদি এই অনুমান সত্যি হয় তবে মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম আরো উর্দ্ধমুখী হবে। কেননা আজকাল, বেশিরভাগ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে নূন্যতম ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। ফলে স্যামসাংয়ের এই সিদ্ধান্তের কারণে, স্মার্টফোন নির্মাতারা বাধ্য হবেন তাদের হাই-এন্ড স্মার্টফোনের দাম বাড়াতে।

এমনকি ২০২৪ সালের আসন্ন Samsung Galaxy S24 Ultra ফোনটিও পূর্বসূরির তুলনায় যথেষ্ট ব্যয়বহুল হতে পারে।

জানিয়ে রাখি, Samsung ছাড়াও Sony এবং Omnivision স্মার্টফোন নির্মাতাদের হয়ে ক্যামেরা সেন্সর সরবরাহের কাজ করে থাকে। ফলে Samsung দ্বারা সেন্সরের দাম বৃদ্ধি করার সিদ্ধান্তের প্রভাবে দুটি পরিস্থিতি তৈরি হতে পারে। এক, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি তাদের সেন্সরের দাম যেমন আছে তেমনটা রেখে টেক ব্র্যান্ডগুলিকে আকৃষ্ট করবে। অথবা দুই, Sony এবং Omnivision উভয়ই Samsung -এর অনুরূপ মার্কেটিং স্ট্র্যাটেজি অনুসরণ করে বার্ষিক আয় বাড়াতে উদ্যত হবে।

এবার দেখার পালা, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটির এই একটা সিদ্ধান্ত কীভাবে স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করে।

Show Full Article
Next Story