ফোনে রিলস, ভিডিয়ো বানাতে ভালোবাসেন? ক্যামেরার জন্য যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার করল Samsung

স্যামসাং (Samsung) বর্তমানে ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজের ওপর কাজ করছে। যা আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হতে চললেও, প্রচারের লক্ষ্যে এখন থেকেই কোম্পানি স্মার্টফোনগুলির বৈশিষ্ট্য…

স্যামসাং (Samsung) বর্তমানে ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজের ওপর কাজ করছে। যা আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হতে চললেও, প্রচারের লক্ষ্যে এখন থেকেই কোম্পানি স্মার্টফোনগুলির বৈশিষ্ট্য জনসমক্ষে আনতে শুরু করেছে। এবার প্রোমোশনাল ভিডিওর মাধ্যমে স্যামসাং তাদের অত্যাধুনিক ‘ISOCELL Zoom Anyplace’ প্রযুক্তির কথা জানিয়েছে। দীর্ঘদিন ধরেই টেক জায়ান্টটি হাই-রেজোলিউশন জুম সেন্সরের ওপর কাজ করছিল, যা হাই-এন্ড Samsung Galaxy S24 Ultra-এর সাথে আত্মপ্রকাশ করবে। প্রযুক্তিটি কীভাবে সম্ভাব্য ব্যবহারের ক্ষেত্রে কাজ করবে, সেটাও টিজারের মাধ্যমে দেখানো হয়েছে।

ISOCELL Zoom Anyplace প্রযুক্তি ডায়নামিক সাবজেক্ট ট্র্যাকিং অফার করবে

আইএসওসেল জুম এনিপ্লেস প্রযুক্তি কোম্পানির নতুন ২০০ মেগাপিক্সেলের সেন্সর এবং লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-তে থাকা উন্নত এআই (AI) ইঞ্জিনের সাথে একসাথে মিলে কাজ করবে। স্যামসাংয়ের এই নিজস্ব প্রযুক্তিটি মূলত একটি দৃশ্যের জুম ইন এবং আউট করে অটোমেটিক সাবজেক্ট-ট্র্যাকিং অফার করে। এআই-ভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তিটি জুম লেভেলগুলি গতিশীলভাবে অ্যাডজাস্ট করার সময় নির্বাচিত বিষয়বস্তুকে সেন্টারে রাখে।

4x জুমে 4K ভিডিও রেকর্ডিং

জুম অ্যানিপ্লেস প্রযুক্তিটি ২০০ মেগাপিক্সেলের সেন্সরের সাথে একটি বস্তুতে চার বার পর্যন্ত জুম করতে সক্ষম হওয়া সত্ত্বেও ভিডিওতে ৪কে রেজোলিউশন প্রদান করতে পারে। অর্থাৎ, ইউজাররা হরাইজোন্টাল ওরিয়েন্টেশনে ভিডিও রেকর্ড করার সময় স্যামসাংয়ের প্রযুক্তির সাহায্যে সামগ্রিক ভিডিওর গুণমান না হারিয়ে ফ্রেমের একটি নির্দিষ্ট অংশে জুম করতে পারবেন।

যেহেতু, বর্তমানে বহু কনটেন্ট ক্রিয়েটর এবং পেশাদার ভিডিওগ্রাফাররা ভিডিওর গুণমানের ওপর নির্ভর করেন, তাই এটি একটি যুগান্তকারী প্রযুক্তি হতে পারে। বিশেষত যেহেতু এটির জন্য স্মার্টফোনটিকে বস্তুর কাছে নিয়ে যাওয়া বা দূরে সরানোর প্রয়োজন নেই৷ ব্যবহারিকভাবে, প্রযুক্তিটি ইউজারদের একই ভিডিওতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ক্যাপচার করার সুযোগ করে দেবে (একবারে দুটি ভিডিও ক্যাপচার করা মতো সুবিধা)। তাছাড়া, Zoom Anyplace প্রযুক্তিটি বেশ আকর্ষণীয়, কারণ এটি এমন একটি ফিচার যা অনেক নতুন স্মার্টফোনেই দেখা যায় না।

নতুন AI Remosiac প্রযুক্তি ইমেজ প্রসেসিং টাইম উন্নত করবে

স্যামসাং তাদের নতুন এন্ড-টু-এন্ড এআই রেমোসিয়াক ফিচারটির সম্পর্কেও জানিয়েছে, যা ছবি তোলার প্রক্রিয়াকে দুই গুণ পর্যন্ত দ্রুত করতে সক্ষম। এটি ডেটা আউটপুটকে ক্রমিক থেকে সমান্তরালে পরিবর্তন করে, যা শুধুমাত্র প্রসেসিংয়ের সময়ই (যে শাটার ল্যাগ অনুভূত হয়) কমায় না, তার সাথে ছবির গুণমান উন্নত করার প্রতিশ্রুতিও দেয়। স্যামসাং এখনও নিশ্চিত করেনি যে, তাদের কোন আসন্ন স্মার্টফোনে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।

তবে, যেহেতু এআই রেমোসিয়াক প্রযুক্তিটি Snapdragon 8 Gen 3 প্রসেসরের ওপর ভিত্তি করে তৈরি, তাই অনুমান করা হচ্ছে যে এটি সর্বপ্রথম Samsung Galaxy S24 Ultra-এ দেখা যাবে। শোনা যাচ্ছে যে, Samsung Galaxy S24 সিরিজের অংশ হিসেবে কোয়ালকমের চিপ সহ এই স্মার্টফোনটি আগামী বছরের প্রথম দিকে বাজারে পা রাখবে। আর সিরিজের অপর দুই মডেল, Samsung Galaxy S24 এবং Galaxy S24 Plus-এ স্যামসাংয়ের নিজস্ব Exynos চিপ থাকতে পারে৷