Samsung Galaxy M35 5G বিশাল ব্যাটারি নিয়ে ভারতে আসছে, সাপোর্ট পেজ লাইভ হল

স্যামসাং তাদের Galaxy M-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার নাম Samsung Galaxy M35 5G। ভারতে...
Ananya Sarkar 19 April 2024 1:17 PM IST

স্যামসাং তাদের Galaxy M-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার নাম Samsung Galaxy M35 5G। ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইটে এই ফোনটির সাপোর্ট পেজ এখন লাইভ হয়েছে। শুধু তাই নয়, এটি একাধিক সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এদেশে ফোনটির লঞ্চ আসন্ন। Samsung Galaxy M35 5G সর্ম্পকে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M35 খুব শীঘ্রই ভারতীয় বাজারে পা রাখতে চলেছে

স্যামসাং গ্যালাক্সি এম35-এর জন্য দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির ভারতীয় সাপোর্ট পেজ লাইভ হয়ে গিয়েছে। এটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি SM-M356B/DS মডেল নম্বর বহন করে। তবে, স্পেসিফিকেশন এবং দাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, যদিও এটি ডুয়েল সিম সাপোর্ট নিশ্চিত করেছে। এর পাশাপাশি, এফসিসি (FCC) এবং ডিইকেআরএ (DEKRA) সার্টিফিকেশন লিস্টিংগুলি আসন্ন মিড রেঞ্জ ডিভাইসটির আরও কয়েকটি বিষয় নিশ্চিত করেছে।

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এম35-কে ডিইকেআরএ-তে স্যামসাং EB-BM156ABY ব্যাটারি মডেলের সাথে দেখা গেছে, যার রেটিং 5,880 এমএএইচ। তবে কোম্পানি সম্ভবত এটিকে 6,000 এমএএইচ হিসাবে বাজারজাত করবে, যা বেশ বড়। অন্যদিকে, এফসিসি সার্টিফিকেশন নিশ্চিত করেছে যে ডিভাইসটি EP-TA800 চার্জিং অ্যাডাপ্টারের সাথে পাঠানো হবে, যার মানে এটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 25 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

মাসখানেক আগেই, Samsung Galaxy M35-কে গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে এবং স্যামসাং স্মার্টফোনটি ইন-হাউস Exynos 1380 প্রসেসরে চলবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং এতে 6 জিবি র‍্যাম মিলবে। ফোনটি Android 14 ওএস ভিত্তিক ওয়ান ইউআই (One UI) কাস্টম স্কিনে রান করবে জানা গেছে।

Show Full Article
Next Story