অ্যাপলের কাছে ফোল্ডিং iPhone না থাকায় ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন প্রকাশ করল Samsung, দেখুন সেই ভাইরাল ভিডিও

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung)-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যে বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থা...
Ananya Sarkar 4 Nov 2022 8:35 PM IST

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung)-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যে বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple)- তা আমরা সবাই জানি। অত্যাধুনিক প্রযুক্তির সাথে একাধিক ডিভাইস বাজারে লঞ্চ করে স্যামসাং অ্যাপলকে কার্যত টেক্কা দেওয়ার চেষ্টায় বদ্ধপরিকর। আর এই প্রতিদ্বন্দ্বিতার ফলস্বরূপ স্যামসাং সম্প্রতি মার্কিন সংস্থাটিকে উদ্দেশ্য করে একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন প্রকাশ করেছে। "অন দ্য ফেনস" শিরোনামের সাথে এই বিজ্ঞাপনটি অ্যাপলের পোর্টফোলিও-এ এখনও ফোল্ডেবল আইফোন না থাকাকে উপহাস করেছে। স্যামসাং তাদের এই নতুন বিজ্ঞাপনে উপহাসের ছলে আইফোন ব্যবহারকারীদের তাদের অ্যান্ড্রয়েড ফোনের দিকে আসতে বলে, কারণ অ্যাপল সবসময়ই আইফোন ব্যবহারকারীদের নতুন এবং দরকারী ফিচারগুলির জন্য অপেক্ষা করিয়ে রাখে।

Samsung-এর নতুন বিজ্ঞাপনে Apple-এর প্রতি ব্যঙ্গাত্মক সুর

চলতি সপ্তাহের শুরুতে স্যামসাং ইউএস-এর ইউটিউব চ্যানেলে একটি বিজ্ঞাপন আপলোড করা হয়েছে, যা অ্যাপলকে নাম না করে ব্যঙ্গ করেছে। এই বিষয়টিকে নিয়ে এখন প্রযুক্তি মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি একটি ফেন্স বা পাঁচিলের ওপর বসে আছেন, যিনি এই অ্যাপল স্টোরটিকে উপেক্ষা করছেন। একজন অ্যাপল কর্মচারী তারপরে তার কাছে আসেন এবং বলেন "আরে, আপনি সেখানে কী করছেন? আপনি ফেন্সের ওপর বসতে পারবেন না।" ফেন্সের লোকটি এই বলে উত্তর দেয় যে "কিন্তু স্যামসাংয়ের দিকে, তাদের কাছে ফোল্ডিং ফোন এবং এপিক ক্যামেরা রয়েছে।" যখন কর্মচারী লোকটিকে চলে যেতে রাজি করার চেষ্টা করছেন, তখন অন্য অ্যাপল গ্রাহক সেখানে আসেন, যাকে দেখে ফোল্ডেবল স্মার্টফোনের প্রতি আগ্রহী বলে মনে হয়।

https://youtu.be/HeqD7v4f8Jk

এরপর, কর্মচারী আরও বলেন যে "আমরা এখানে সবার আসার জন্য অপেক্ষা করছি," কিন্তু গ্রাহক জিজ্ঞাসা করে "কেন? সেখানে (স্যামসাংয়ের দিকে) ইতিমধ্যেই সবাই আছে।" এটি অ্যাপল কর্মচারীটিকে অবশেষে বলতে প্ররোচিত করে যে "কারণ আমরা এটিই করি। আমরা অপেক্ষা করি।” জানিয়ে রাখি, এটি প্রথমবার নয় যে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি অ্যাপলকে উপহাস করেছে। ব্র্যান্ডটি যেকোনও নতুন রিলিজ বা অ্যাপল প্রবর্তিত যেকোনও নতুন ফিচার অনুসরণ করে আইফোন প্রস্তুতকারককে ব্যঙ্গ করেছে, যা স্যামসাং ইতিমধ্যেই অফার করে। কিন্তু সম্প্রতি স্যামসাং, অ্যাপলের এখনও একটি ফোল্ডেবল ডিভাইস চালু না করার ওপর ফোকাস করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে, Samsung নতুন Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 ফোল্ডেবল ফোনগুলি লঞ্চ করেছে, যার 'ফার্স্ট টু ফোল্ডেবল' ক্যাম্পেইন আইফোনের উদ্ভাবনের অভাবকে উপহাস করেছে। অ্যাপল শীঘ্রই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার কোনও পরিকল্পনা করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই এসম্পর্কে বেশ কিছু গুজব এবং পেটেন্ট প্রকাশ্যে এসেছে। তাই অদূর ভবিষ্যতে Apple ফোল্ডেবল আইফোন নিয়ে আসে কিনা তাই এখন দেখার।

Show Full Article
Next Story