প্রথম সেলে ব্যাপক সাড়া, Oppo -এর নতুন ফোন ঘুম উড়িয়েছে Samsung -এর

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে আধিপত্য বজায় রেখেছে Apple ও Samsung। তবে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলিও গত বেশ কয়েকবছর...
Julai Modal 23 March 2023 3:06 PM IST

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে আধিপত্য বজায় রেখেছে Apple ও Samsung। তবে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলিও গত বেশ কয়েকবছর ধরে প্রিমিয়াম ডিভাইস নিয়ে আসছে। যেকারণে প্রতিযোগিতার মুখে পড়েছে Apple ও Samsung। এমনকি ফোল্ডেবল স্মার্টফোনের বাজারেও দক্ষিণ আফ্রিকার কোম্পানিটিকে টেক্কা দিচ্ছে চীনা ব্র্যান্ডগুলি।

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে চীনা স্মার্টফোন ব্র্যান্ডের প্রবেশ

চীনা স্মার্টফোন কোম্পানি Oppo, Vivo এবং Xiaomi এখন দামি স্মার্টফোন বাজারে আনছে। সম্প্রতি Oppo Find N2 Flip স্মার্টফোন লঞ্চ হয়েছে, যা একটি ফোল্ডেবল স্মার্টফোন। এর দাম প্রায় ৯০ হাজার টাকা। এই ফোনটি প্রথম সেলেই আউট অফ স্টক হয়ে গেছে, যা প্রকৃতপক্ষে চিন্তা বাড়িয়েছে স্যামসাংয়ের। কারণ এতদিন ফোল্ডেবল ফোনের কথা বললে আমরা এই দক্ষিণ আফ্রিকার কোম্পানিটিকেই বুঝতাম। তবে এই জনপ্রিয়তায় এবার ভাগ বসাতে এসেছে Oppo।

চীনা স্মার্টফোন ব্র্যান্ডের প্রবেশ নিয়ে স্যামসাংয়ের বিবৃতি

এবিষয়ে জানতে চাইলে স্যামসাং মোবাইল বিজনেসের প্রধান ড. টি এম রোহ বলেছেন, "স্মার্টফোন লঞ্চ করে কোনো ব্র্যান্ডই প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয় না।" তিনি বলেন, "প্রিমিয়াম সার্ভিস কোনো প্রোডাক্ট বা ফিচারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। আমি বিশ্বাস করি একটি প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড হওয়ার জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম প্রয়োজন। এছাড়াও এতে মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি দিতে হবে।"

অর্থাৎ তিনি Oppo কে এক্ষুনি প্রিমিয়াম ব্র্যান্ড ভাবতে চান না। পাশাপাশি সংস্থার নয়া ফোল্ডেবল ফোন কোনো চিন্তার কারণ হবে না বলেই তিনি মনে করেন‌। যদিও বলার অপেক্ষা রাখে না যে, Oppo Find N2 Flip ফোনের বিক্রি যত বাড়বে, ততই ফোল্ডেবল ফোনের বাজার শেয়ার হারাবে Samsung।

Show Full Article
Next Story