সবচেয়ে সস্তা হল Samsung ফোল্ডেবল ফোন, প্রথমবার এত বেশি ডিসকাউন্ট
আপনার যদি এই মুহূর্তে একটি নতুন ফোল্ডেবল ফোন কেনার পরিকল্পনা থাকে, তবে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। আসলে,...আপনার যদি এই মুহূর্তে একটি নতুন ফোল্ডেবল ফোন কেনার পরিকল্পনা থাকে, তবে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। আসলে, Samsung এই প্রথমবারের জন্য সর্বনিম্ন দামে তাদের অন্যতম দুটি 'বেস্ট সেলিং' ফোল্ডেবল ফোন Galaxy Z Flip 3 এবং Galaxy Z Fold 3 -কে বিক্রি করার ঘোষণা করেছে। এক্ষেত্রে আলোচ্য দুটি প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনকে ই-কমার্স সাইট Flipkart -এর আসন্ন 'Big Diwali' এবং চলমান 'Amazon Great Indian Festival' সেলের অংশ হিসেবে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টের সাথে নিয়ে আসা হবে।
যদিও দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটির ভারতীয় শাখা তথা অনলাইন শপিং পোর্টালগুলি এখনো এই ভাঁজযোগ্য হ্যান্ডসেট-দ্বয়ের 'সেল প্রাইজ' প্রকাশ্যে আনেনি। তবে নির্ধারিত দামের প্রথম ১ বা ২ অঙ্কের পর 'XXXX' দেখা গেছে। যেমন, Galaxy Z Flip 3 ফ্ল্যাগশিপ ফোনটিকে ৫XXXX অফার মূল্যে পাওয়া যাবে বলে জানা গেছে। অন্যদিকে, Galaxy Z Fold 3 কেনার পরিকল্পনাকারী গ্রাহকেরা Amazon Great Indian Festival সেল চলাকালীন এটিকে ১০XXXX টাকার অবিশ্বাস্য মূল্যে কিনতে সক্ষম হবেন। এই দুর্দান্ত অফারগুলির বিশদ শীঘ্রই উন্মোচিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে, আগামীকাল অর্থাৎ ৮ই অক্টোবর Amazon -এ Samsung Galaxy Z Fold 3 ফোনের ডিল জানা যাবে এবং ঠিক দু'দিন পরই অর্থাৎ ১০ই অক্টোবর Flipkart -এ Galaxy Z Flip 3 -এর অফার লাইভ করে দেওয়া হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্পেসিফিকেশন (Samsung Galaxy Z Flip 3 specifications)
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোন, ৬.৭ ইঞ্চির (১০৮০x২৬৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে এবং ১.৯ ইঞ্চির (২৬০x৫১২ পিক্সেল) কভার বা কুইক ভিউ ডিসপ্লে সহ এসেছে। মুখ্য ফিচার হিসাবে এতে, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১০ মেগাপিক্সেল সেলফি শুটার, স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি চিপসেট, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৩,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ তদুপরি, Galaxy Z Flip 3 ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিংও সাপোর্ট করে। এটি IPX8 রেটিং সহ আসা বিশ্বের প্রথম জল-প্রতিরোধী ফোল্ডেবল স্মার্টফোন।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ স্পেসিফিকেশন (Samsung Galaxy Z Fold 3 specifications)
অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউ কাস্টম ওস চালিত স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনে বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার দেখা যাবে। সেক্ষেত্রে, পূর্ববর্তী ফ্লিপ মডেলের ন্যায় এই ফোনেও দুটি ডিসপ্লে রয়েছে। যার মধ্যে, QXGA+ (২২০৮x১৭৬৮ পিক্সেল) রেজোলিউশন যুক্ত প্রাইমারি ডিসপ্লের আয়তন ৭.৬ ইঞ্চি এবং এইচডি প্লাস (৮৩২ x ২,২৬৮ পিক্সেল) রেজোলিউশনের সেকেন্ডারি ডিসপ্লের আয়তন থাকছে ৬.২৮ ইঞ্চি। এছাড়া, ৫ এনএম অক্টা-কোর প্রসেসর, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪ মেগাপিক্সেলের একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা, ব্লুটুথ কানেকশন, ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচার সামিল থাকছে এই ফোল্ডেবল ফোনে। Samsung Galaxy Z Fold 3, ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারির সাথে এসেছে, যা ওয়্যারলেস চার্জিং, ওয়্যারড চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আবার সাধারণ ২৫ ওয়াট ফাস্ট চার্জার দিয়েও ফোনটি চার্জ করা যাবে। এটিও IPX8 রেটিং প্রাপ্ত।
প্রসঙ্গত, স্যামসাংয়ের একটি বিবৃতি অনুযায়ী, উভয় ফোল্ডেবল ফোনের ডিসপ্লে ২ লক্ষ বার ফোল্ড করা যাবে। যার মানে, ব্যবহারকারীরা ক্ষতি হওয়ার চিন্তা না করেই, ফোন গুলিকে প্রায় সাড়ে পাঁচ বছর ধরে প্রতিদিন ১০০ বার খোলা ও বন্ধ করতে পারবেন।