Samsung তাদের একাধিক ফোনে AI ফিচার্স রোলআউট করল, এবার আসবে আসল মজা
One UI 6.1 সফ্টওয়্যার ভার্সনটি অবশেষে স্যামসাং (Samsung) ডিভাইসগুলির বিস্তৃত রেঞ্জ জুড়ে রোল আউট করা শুরু হল। কোম্পানির...One UI 6.1 সফ্টওয়্যার ভার্সনটি অবশেষে স্যামসাং (Samsung) ডিভাইসগুলির বিস্তৃত রেঞ্জ জুড়ে রোল আউট করা শুরু হল। কোম্পানির প্রতিশ্রুতি অনুযায়ী, এই লেটেস্ট আপডেটটি এখন Samsung Galaxy S22 সিরিজ, Samsung Galaxy S21 সিরিজ, Samsung Galaxy Z Flip 4, Samsung Galaxy Z Flip 3, Samsung Galaxy Z Fold 4 এবং Samsung Galaxy Z Fold 3 ফোনগুলিতে নিয়ে আসা হচ্ছে। আপডেটটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমাবদ্ধ, তবে অন্যান্য অঞ্চলেও শীঘ্রই পাঠানো হবে বলে আশা করা যায়।
জানিয়ে রাখি, ওয়ান ইউআই ৬.১ সফ্টওয়্যার আপডেটের মূল আকর্ষণ হল একগুচ্ছ গ্যালাক্সি এআই (Galaxy AI) নির্ভর ফিচারের অন্তর্ভুক্তি। যদিও পুরোনো ফ্ল্যাগশিপগুলিতে স্যামসাং এই বৈশিষ্ট্যগুলির সম্পূর্ণ সেটের পরিবর্তে কিছু নির্বাচিত ফিচার অফার করছে। তবে, সকল মডেলেই এই সংযোজনগুলি বিভিন্ন উপায়ে ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করবে বলে আশা করা যায়। কোন ফোন কি কি গ্যালাক্সি এআই ফিচার পাওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক।
One UI 6.1 আপডেটে Galaxy AI চালিত ফিচারের সম্ভার
১. Samsung Galaxy S21 সিরিজ: ব্যবহারকারীরা সার্কেল টু সার্চ (Circle to Search) ফিচারের অ্যাক্সেস পাবেন, যা গ্যালাক্সি এআই-এর সবচেয়ে হাইপ পাওয়া বৈশিষ্ট্য। ইউজাররা তাদের ডিভাইসের স্ক্রিনে প্রদর্শিত যেকোনও বস্তু সম্পর্কে আরও জানতে চাইলে তার চারপাশে একটি বৃত্ত এঁকে সার্চ করতে পারবেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এটি সম্পর্কিত যাবতীয় তথ্য অনুসন্ধান করে দেখানো হবে।
২. Samsung Galaxy Z Flip 3: Galaxy S21 লাইনআপের মতোই, Galaxy Z Flip 3 সার্কেল টু সার্চ পাবে।
৩. Samsung Galaxy Z Fold 3: এই ফোল্ডিং ফোনটিতে গ্যালাক্সি এআই ফিচারের বিস্তৃত রেঞ্জ যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে এআই-জেনারেটেড ওয়ালপেপার, ওয়েবপেজের সামারি, নোটের সামারি, স্যামসাং নোটে অটো টেমপ্লেট, লাইভ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ইমেজ এডিটিং সাজেশন, জেনারেটিভ এআই-চালিত এডিটিং, ইন্টারপ্রেটার মোড এবং ভয়েস রেকর্ডারে ভয়েস ট্রান্সক্রিপশন।
৪. Samsung Galaxy S22 সিরিজ, Samsung Galaxy Z Flip 4, Samsung Galaxy Z Fold 4: এই ডিভাইসগুলিতে Samsung Galaxy S24 সিরিজের মতোই সমস্ত গ্যালাক্সি এআই বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে।
উল্লেখ্য, স্যামসাং তাদের স্মার্ট ফিচারগুলি আরও ফোনে যুক্ত করার জন্য অবিরত কাজ করছে৷ কোম্পানিটি এবছরের মধ্যে গ্যালাক্সি এআই সাপোর্টকে তাদের ১০০ মিলিয়ন বা ১০ কোটিরও বেশি ডিভাইসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখে। সাম্প্রতিক রোল আউটের পর এবার আসন্ন Samsung Galaxy Fold 6 এবং Samsung Galaxy Flip 6 মডেলে লেটেস্ট আপডেটটি প্রি-ইনস্টল করা হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, One UI 6.1 আরও অনেক স্যামসাং ফোনে উন্নত ফিচার নিয়ে আসতে চলেছে। যদিও এটি এখনও সর্বত্র উপলব্ধ নয়, তবে শীঘ্রই হবে বলে আশা করা যায়।