Samsung ফোন ব্যবহারকারীদের বড় সুখবর, চলে এল Android 14 ভিত্তিক One UI 6 আপডেট

Samsung, গত ২৯শে আগস্ট ভারতে লঞ্চ হওয়া কয়েকটি ফ্ল্যাগশিপ ফোনের জন্য তাদের লেটেস্ট কাস্টম ইউজার ইন্টারফেস, One UI 6 -এর বিটা ভার্সন রিলিজ করবে বলে…

Samsung, গত ২৯শে আগস্ট ভারতে লঞ্চ হওয়া কয়েকটি ফ্ল্যাগশিপ ফোনের জন্য তাদের লেটেস্ট কাস্টম ইউজার ইন্টারফেস, One UI 6 -এর বিটা ভার্সন রিলিজ করবে বলে জানিয়েছিল। যদিও প্রতিশ্রুতি মতো ওইদিন এই নয়া অপারেটিং সিস্টেম রিলিজ করা হয়নি। কিন্তু আজ দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি ঘোষণা করেছে যে, ভারতে ইতিমধ্যেই One UI 6 এর Beta ভার্সন রোলআউট করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। Android 14 ভিত্তিক কাস্টম ওএস আপডেটটিকে এই মুহূর্তে Samsung Galaxy S23, S23 Plus, এবং S23 Ultra ফোনের জন্য উপলব্ধ করা হয়েছে। নিচে Samsung ঘোষিত নতুন আপডেটের অফিসিয়াল চেঞ্জলগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল…

Android 14 ভিত্তিক One UI 6 Beta এর অফিসিয়াল চেঞ্জলগ

কুইক প্যানেল (Quick panel)

  • নতুন বাটন লেআউট দেখা যাবে।
  • ‘কুইক সেটিং’ -এ একটি নতুন লেআউট দেখা যাবে, যা সবচেয়ে বেশি ব্যবহৃত ফাংশনের অ্যাক্সেস অফার করবে। যে কারণে এই ওএসে, ওয়াই-ফাই এবং ব্লুটুথ বিকল্প দুটিকে স্ক্রিনের উপরে ডেডিকেটেড বাটন হিসাবে রাখা হয়েছে। আর ভিজ্যুয়াল ফিচার, যেমন – ডার্ক মোড এবং আই কমফোর্ট বিকল্পকে নীচে সরানো হয়েছে৷ অন্যান্য কুইক সেটিংস বাটনগুলি ডিসপ্লের কেন্দ্রে একটি কাস্টমাইজযোগ্য জায়গায় অবস্থান করছে।
  • দরকারের সময়ে দ্রুত অ্যাক্সেস প্রদানের জন্য কুইক প্যানেলকে আরো কম্প্যাক্ট করা হয়েছে। ফলে স্ক্রিনে সোয়াইপ-ডাউন করলেই নোটিফিকেশন দেখতে পারবেন ইউজাররা। এক্ষেত্রে যদি দ্বিতীয় বারের জন্য সোয়াইপ-ডাউন করা হয়, তবে পুরোনো নোটিফিকেশন অদৃশ্য হয়ে যাবে এবং কুইক কন্ট্রোল প্যানেল স্ক্রিনে প্রদর্শিত হবে৷ যদিও এর জন্য প্রথমে কুইক সেটিংসে গিয়ে ‘ইনস্ট্যান্ট অ্যাক্সেস’ বিকল্প এনাবল করতে হবে। এছাড়া স্ক্রিনের বাঁ দিক থেকে সোয়াইপ-ডাউন করলে, কুইক সেটিংস প্যানেলে চলে গিয়ে উপরের ডান দিকে পুনরায় নোটিফিকেশন প্রদর্শিত হবে।

লক স্ক্রিন (Lock Screen)

  • লক স্ক্রিনের ক্লক বা ঘড়ির অবস্থান পরিবর্তন করার বিকল্প পাওয়া যাবে নতুন ওএসে।

হোম স্ক্রিন (Home Screen)

  • সহজ আইকন লেবেল পাওয়া যাবে।
  • আবার অ্যাপ আইকনের লেবেলগুলিকে আকর্ষণীয় লুক দেওয়ার জন্য কিছু ছোটোখাটো পরিবর্তন করেছে স্যামসাং। যেমন কয়েকটি অ্যাপের নাম থেকে “Galaxy” এবং “Samsung” শব্দকে সরিয়ে দেওয়া হয়েছে। যাতে অ্যাপের নাম ছোট হয় এবং সহজে নজরে পড়ে।

ফ্রন্ট (Font)

  • নতুন ওয়ান ইউআই ৬ বিটা ভার্সনে আরও মার্জিত এবং আধুনিক ডিফল্ট ফন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে৷ ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে এই নতুন ডিফল্ট ফন্টকে বেছে নেওয়া যাবে। তবে কোনো ইউজার যদি বিদ্যমান কোনো ভিন্ন ফন্ট ব্যবহার করে থাকেন, তবে ওয়ান ইউআই ৬ ইনস্টল করার পরও সেটি অপরিবর্তিত থাকবে।

ব্রাইটনেস কন্ট্রোলের কুইক অ্যাক্সেস (Quick access to brightness control)

  • ডিসপ্লের উপর থেকে নিচে সোয়াইপ-ডাউন করলেই নতুন তথা কম্প্যাক্ট স্টাইলের কুইক প্যানেলে একটি ডিফল্ট ব্রাইটনেস স্লাইডার নজরে পড়বে। এখান থেকে ইউজাররা অতি সহজে ও দ্রুততার সাথে স্ক্রিন ব্রাইটনেস সামঞ্জস্য করতে পারবেন।

উন্নত অ্যালবাম আর্ট ডিসপ্লে (Improved album art display)

  • মিউজিক বা ভিডিও প্লে করার সময়, ‘অ্যালবাম আর্ট’ ফিচার নোটিফিকেশন প্যানেলের সমগ্র মিডিয়া কন্ট্রোলারকে কভার করবে। অবশ্য যদি যে অ্যাপ থেকে মিউজিক বা ভিডিও প্লে করা হবে, সেটি অ্যালবাম আর্ট ফিচার সাপোর্ট করে তবেই।

উন্নত নোটিফিকেশন লেআউট (Improved notification layout)

  • পৃথক কার্ড হিসাবে নোটিফিকেশন প্রদর্শিত হবে।

সময়ের ভিত্তিতে নোটিফিকেশন শর্ট হবে (Sort notifications by time)

  • ইউজাররা এখন ‘ইম্পর্টেন্স’ বা প্রয়োজন -এর ভিত্তিতে নোটিফিকেশন সেট করার পরিবর্তে ‘রিসেন্ট টাইম’ বা সাম্প্রতিক সময়ে আসা নোটিফিকেশনগুলিকে ডিসপ্লের উপরে রাখতে পারবেন। এই জন্য সেটিংস অপশনে গিয়ে নোটিফিকেশন অ্যালাইন পরিবর্তন করতে হবে।

One UI 6 Android 14 beta প্রোগ্রামের অধীনে কিভাবে রেজিস্টার করবেন?

আপনারা যদি Samsung Galaxy S23, S23 Plus, অথবা S23 Ultra ফোনের মালিক হয়ে থাকেন এবং আপকামিং Android 14 ভিত্তিক One UI 6 beta প্রোগ্রামে অংশ নিতে চান, তবে নিচে দেওয়া ধাপসমূহ অনুসরণ করুন –

  • প্রথমেই Google Play বা Galaxy Store থেকে ‘Samsung Members’ অ্যাপ ইনস্টল করুন।
  • এবার নিজের অ্যাকাউন্টে লগইন করুন বা সাইন-আপ করুন। কেননা বিটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য একটি ‘Samsung Members’ অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
  • এবার এই অ্যাপ ওপেন করার পর One UI 6 Beta প্রোগ্রামের একটি ব্যানার ইনভিটিশন দেখতে পারবেন৷
  • এই ব্যানারে ট্যাপ করুন এবং One UI 6 Beta -এর জন্য নিজেকে রেজিস্টার করুন।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর, আপনারা নিজেদের ডিভাইসে একটি সফ্টওয়্যার আপডেট নোটিফিকেশন পাবেন। আর যদি এমন কোনো নোটিফিকেশন না আসে, তবে ডিভাইসের ‘Settings’ অপশনে চলে যান। এরপর ‘Software Update’ অপশনে ট্যাপ করুন। এখানে ‘Download and Install’ লেখা বিকল্পটি চয়ন করে আপডেট এসেছে কিনা চেক করতে পারবেন৷ (Settings > Software Update > Download and Install)
  • পরিশেষে আপডেট ডাউনলোড করার পর নিজেদের স্মার্টফোনকে রিস্টার্ট করুন এবং One UI 6 -এর যাবতীয় নয়া ফিচার উপভোগ করুন।