নতুন হয়ে যাবে আপনার Samsung ফোন, এই মডেলগুলিতে আসছে নয়া আপডেট
Samsung স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ স্যামসাং কয়েক মাসের মধ্যে নয়া আপডেট নিয়ে আসছে, যার পর ফোনগুলো...Samsung স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ স্যামসাং কয়েক মাসের মধ্যে নয়া আপডেট নিয়ে আসছে, যার পর ফোনগুলো নতুনের মতো হয়ে যাবে। আশা করা হচ্ছে যে Samsung এই বছরের আগস্ট নাগাদ One UI 6.0 (কাস্টম স্কিন) নামে এই আপডেট আনবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হবে।
ফলে স্বাভাবিকভাবেই One UI 6.0-এ স্যামসাং, Android 14 অপারেটিং সিস্টেমের বিশেষ বিশেষ ফিচারগুলি দেবে। এরমধ্যে নতুন জেসচার নেভিগেশন, আপডেট শেয়ারিং মেনু এবং বেশিরভাগ নতুন লক স্ক্রিন এবং হোম স্ক্রিন অপশনের মতো ফিচার থাকবে।
আশা করা হচ্ছে, স্যামসাং এই বছরের শেষের দিকে বেশিরভাগ ফোনের জন্য এই আপডেটটি রোল আউট করবে। তবে প্রথম দিকে Galaxy A সিরিজের ফোন - Galaxy A73, Galaxy A53 এবং Galaxy A54-এ আপডেট আসবে। এরপর Galaxy M সিরিজের ফোনে আপডেট আসবে।
রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S23 সিরিজ, Samsung Galaxy S22 সিরিজ, Samsung Galaxy S21 সিরিজ, Samsung Galaxy A73, Samsung Galaxy A14, Samsung Galaxy M53 5G, Samsung Galaxy M33 5G, Samsung Galaxy M23 এই বছরের মধ্যে নতুন আপডেট পাবে।