Samsung এর পুরানো ফোন ইউজারদের জন্য সুখবর, আসছে Galaxy AI ফিচার ব্যবহারের সুযোগ

Samsung চলতি বছরের শুরুতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ লাইনআপ Galaxy S24 -এর সাথে সর্বপ্রথম একগুচ্ছ 'আর্টিফিশিয়াল...
SUMAN 16 April 2024 12:07 PM IST

Samsung চলতি বছরের শুরুতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ লাইনআপ Galaxy S24 -এর সাথে সর্বপ্রথম একগুচ্ছ 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' (AI) ফিচার নিয়ে আসে। যারপর টেকপ্রেমীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায় অ্যাডভান্স ফিচারগুলি নিজ হাতে ঘেঁটে দেখার জন্য। যেকারণে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি 2021 এবং 2022 সালে লঞ্চ হওয়া কয়েকটি স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য One UI 6.1 আপডেটের ঘোষণা করেছে। এই আপডেটের মাধ্যমে একাধিক Galaxy AI বৈশিষ্ট্য ব্যবহার করা যাবে। যার মধ্যে - গুগল সার্কেল সার্চ, চ্যাট অ্যাসিস্ট, ইত্যাদি উল্লেখযোগ্য ফিচার সামিল রয়েছে।

2021 এবং 2022 সালে লঞ্চ হওয়া এই Samsung ডিভাইসে যুক্ত হল Galaxy AI ফিচার

2021 সালে লঞ্চ হওয়া Samsung ফ্ল্যাগশিপ ফোন

Galaxy S21 সিরিজ
Galaxy Z Fold 3
Galaxy Z Flip 3 (সীমাবদ্ধ AI ফিচার)

2022 সালে আসা Samsung ফ্ল্যাগশিপ ডিভাইস

Galaxy S22 সিরিজ
Galaxy Z Fold 4
Galaxy Z Flip 4
Galaxy Tab S8 সিরিজ

পুরানো প্রজন্মের Samsung স্মার্টফোনে এই AI ফিচারগুলি অ্যাক্সেস করা যাবে

Samsung Galaxy S21 সিরিজ, Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 -এর মতো 2021 সালে মুক্তি পাওয়া ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে সীমিত সংখ্যক AI ফিচারের অ্যাক্সেস অফার করা হবে। যদিও ফিচারগুলি কি কি তা এখনো প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। তবে মনে করা হচ্ছে আসন্ন বৈশিষ্ট্যগুলি - গুগল সার্কেল সার্চ এবং চ্যাট অ্যাসিস্ট ফাংশন হতে পারে। যার মধ্যে প্রথমটির কার্যকারিতা হল, অনলাইনে দেখা যেকোনো বিষয়-বস্তুর সম্পর্কে জানতে বা তা কিনতে হলে তার উপর সার্কেল আঁকতে হবে এবং পরবর্তীতে গুগল স্বয়ংক্রিয়ভাবে সেটি সম্পর্কিত যাবতীয় রেজাল্ট প্রদর্শন করবে। অন্যদিকে চ্যাট অ্যাসিস্ট ব্যবহারকারীদের স্যামসাং কী-বোর্ডের মাধ্যমে মেসেজের টোন ও শৈলী সামঞ্জস্য করতে দেবে।

2022 সালে Samsung Galaxy S22 সিরিজ, Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4, এবং Galaxy Tab S8 সিরিজের অধীনে আসা প্রত্যেকটি ফ্ল্যাগশিপের জন্য আসন্ন সফ্টওয়্যার আপডেটের অধীনে তুলনায় বেশি সংখ্যক AI বৈশিষ্ট্য অফার করা হবে। যদিও ইনস্ট্যান্ট স্লো-মো ফিচারের অ্যাক্সেস পাবেন না ব্যবহারকারীরা। জানিয়ে রাখি এই ফিচারের সাহায্যে - স্ক্রিনে দীর্ঘক্ষণ ট্যাপ করার মাধ্যমে ধীর গতিতে ভিডিও দেখা সম্ভব। স্যামসাং কোরিয়া কমিউনিটি মডারেটরের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, 2023 সালের আগে লঞ্চ হওয়া ডিভাইসগুলিতে ব্যবহৃত এক্সিনস এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে ইনস্ট্যান্ট স্লো-মো ফিচারটি সাপোর্ট করছে না।

এদিকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাথে সমৃদ্ধ ওয়ানইউআই 6.1 (One UI 6.1) আপডেট আগামী মে মাসের প্রথম দিকে রোলআউট করা হবে বলে জানা গেছে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, আপডেট রিলিজের এই সময়সীমা হয়তো কোরিয়ার বাজারের জন্য নির্ধারিত হয়েছে। স্যামসাং এখনও তাদের এই লেটেস্ট ওএস আপডেটের বিশ্বব্যাপী রোলআউটের সময়সূচী নিশ্চিত করেনি। সম্ভাবনা আছে, মে মাসের শেষের দিকে অথবা জুন মাসে অন্যান্য অঞ্চলের জন্য পর্যায়ক্রমে আপডেটটি উপলব্ধ করা হবে।

Show Full Article
Next Story