স্যামসাং এস২৫ সিরিজ থেকে বাদ যাচ্ছে আইকনিক গ্যালাক্সি ব্র্যান্ডিং? জোর জল্পনা
Samsung S25 Series - স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের নাম পরিবর্তন করে স্যামসাং এস২৫ রাখা হবে বলে দাবি করা হয়েছে।
আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের বড়সড় পরিবর্তন আনতে পারে স্যামসাং। তবে এই পরিবর্তন কোনো ফিচার বা স্পেসিফিকেশনের ক্ষেত্রে দেখা যাবে না, বরং দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নামে পরিবর্তন আনতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, Samsung তাদের Galaxy S25 সিরিজের নাম থেকে 'গ্যালাক্সি' নাম সরিয়ে দিতে চলেছে। এরফলে আসন্ন সিরিজের নাম থাকতে পারে স্যামসাং এস২৫। আসুন রিপোর্ট মারফত কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।
স্যামসাং এস২৫ সিরিজ: Galaxy নাম বাদ যাচ্ছে Samsung S25 সিরিজ থেকে?
স্যামসাং এর আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এছাড়া টিপস্টাররাও এই সিরিজের ডিভাইসগুলি নিয়ে নানান রিপোর্ট সামনে আনছেন। সম্প্রতি একটি রিপোর্টে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের নাম পরিবর্তন করে স্যামসাং এস২৫ রাখা হবে বলে দাবি করা হয়েছে। এই দাবি করেছেন টিপস্টার ঈশান আগারওয়াল। যদিও এই দাবিকে আমরা খুব বেশি গুরুত্ব দিতাম না।
তবে স্যামসাং এর অফিসিয়াল নিউজরুমেও আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নাম এখন স্যামসাং এস২৫ দেখা গেছে। সুতরাং আমাদের অনুমান যে স্যামসাং কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের আপকামিং প্রিমিয়াম এস২৫ সিরিজের নাম থেকে 'গ্যালাক্সি' কথাটি উড়িয়ে দিতে পারে। এরফলে ডিভাইসগুলির নাম হবে স্যামসাং এস২৫, স্যামসাং এস২৫ প্লাস, স্যামসাং এস২৫ আল্ট্রা। এছাড়া পরবর্তীতে আসতে পারে স্যামসাং এস২৫ এফই অর্থাৎ ফ্যান এডিশন। এটি মূলত বাজেট ফ্ল্যাগশিপ ফোন হবে।
তবে আবারও বলে দিই যে, স্যামসাং এখনও 'গ্যালাক্সি' নাম সরানো নিয়ে কিছু জানায়নি। ফলে এক্ষুনি জোর দিয়ে নিশ্চিত করে আমরা কিছু বলতে পারি না।
গতকাল একটি রিপোর্টে জানানো হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। এরসাথে উজ্জ্বল ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ ল্যাক, গ্রীন, ব্লু ও টাইটানিয়াম কালার সহ আসবে।
Samsung S25 Series - স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের নাম পরিবর্তন করে স্যামসাং এস২৫ রাখা হবে বলে দাবি করা হয়েছে।