ভারতের সেরা স্মার্টফোন ব্র্যান্ড এখন Vivo, তৃতীয় Samsung, দ্বিতীয় কে?

আইডিসি তাদের রিপোর্টে বলেছে, Vivo এই মুহূর্তে ভারতীয় স্মার্টফোন মার্কেটের ১৫.৮ শতাংশ দখল করে নাম্বার ওয়ান ব্র্যান্ডে পরিণত হয়েছে। সংস্থার ওয়াই সিরিজ, টি৩ ও ভি৪০ মডেলগুলি ক্রেতাদের পছন্দ হয়েছে।

Julai Mondal 14 Nov 2024 8:57 PM IST

ভারতে স্মার্টফোন বিক্রি দিনের পর দিন বাড়ছে। ২০২৪ সালে তৃতীয় কোয়ার্টারে ভারতে ৪৬ মিলিয়ন অর্থাৎ ৪৬০ লক্ষ ফোন এসেছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC)। সংস্থাটি সম্প্রতি কোয়ার্টার মোবাইল ফোন শিপমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। দেখা গেছে উল্লেখিত সময়ে ভারতে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে Vivo। তাদের পরে আছে আরেক চীনা ব্র্যান্ড Oppo। তবে Samsung এক্ষেত্রে রীতিমত খারাপ ফল করে তালিকার তৃতীয় স্থানে আছে।

Vivo এখন ভারতের সেরা স্মার্টফোন ব্র্যান্ড

আইডিসি তাদের রিপোর্টে বলেছে, Vivo এই মুহূর্তে ভারতীয় স্মার্টফোন মার্কেটের ১৫.৮ শতাংশ দখল করে নাম্বার ওয়ান ব্র্যান্ডে পরিণত হয়েছে। সংস্থার ওয়াই সিরিজ, টি৩ ও ভি৪০ মডেলগুলি ক্রেতাদের পছন্দ হয়েছে। তাদের পরেই আছে Oppo, যাদের মার্কেট শেয়ার ১৩.৯ শতাংশ। চীনা ব্র্যান্ডটি গতবছরের তুলনায় ৪৭.৬ শতাংশ বিক্রি বৃদ্ধির মুখ দেখেছে। এ৩এক্স, কে১২এক্স ও রেনো ১২ সিরিজের ফোনগুলি এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে।

তবে বিরাট পতন দেখা গেছে Samsung এর ব্যবসায়। দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ডটির গতবছরের এই সময়ের তুলনায় বিক্রি কমেছে ১৯.৭ শতাংশ। এখন সংস্থাটির দখলে আছে ১২.৩ শতাংশ মার্কেট। একই কথা প্রযোজ্য Realme এর ক্ষেত্রেও। তাদের বাজার শেয়ার ১৫.১ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৪ শতাংশ। আর ২.৭ শতাংশ গত বছরের তুলনায় বৃদ্ধির কারণে ১১.৪ শতাংশ বাজার শেয়ার নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে Xiaomi।

আইডিসি Poco কেও স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে বিবেচনা করেছে।কোয়ার্টার মোবাইল ফোন শিপমেন্ট রিপোর্টের তালিকায় এই ব্র্যান্ডটি ৫.৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তবে নজরকাড়া ফল Motorola-র। গতবছরের তৃতীয় কোয়ার্টারের তুলনায় এবছর তারা স্মার্টফোন বিক্রি বাড়িয়েছে ১৪৯.৫ শতাংশ, যেকারণে তাদের বাজার শেয়ার বেড়ে হয়েছে ৫.৭ শতাংশ। আবার তালিকার অষ্টম ও নবম স্থানে আছে iQOO ও OnePlus। প্রথম ব্র্যান্ডটির বিক্রি বেড়েছে ১০১.৪ শতাংশ, তবে OnePlus এর বিক্রি কমেছে ৩৯.৩ শতাংশ। দুই সংস্থার বাজার শেয়ার যথাক্রমে ৪.২ শতাংশ ও ৩.৬ শতাংশ।

প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে এগিয়ে Apple

আইডিসি-র রিপোর্ট অনুযায়ী, ৫০,০০০-৬৮,০০০ টাকার প্রিমিয়াম সেগমেন্টে অন্যান্য সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডকে পিছনে ফেলেছে Apple। তাদের বাজার শেয়ার এখন ৮.৬ শতাংশ। তৃতীয় কোয়ার্টারে আমেরিকার টেক জায়ান্টটি ভারতে ৪০ লক্ষ ফোন বিক্রি করেছে, যা গতবছরের এই সময়ের তুলনায় ৫৮.৫ শতাংশ বেশি‌। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতে 5G স্মার্টফোনের বিক্রি বেড়েছে। গড়ে ২৪,০০০ টাকার রেঞ্জে আসা 5G ডিভাইস বেশি বিক্রি হচ্ছে।

Show Full Article
Next Story