Samsung ফোন কিনতে চাইলে সুখবর, 15000 টাকার কমে রয়েছে এই 4 মারকাটারি বিকল্প
বর্তমানে, ভারতে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন অফার করলেও, Samsung-এর স্মার্টফোনের জনপ্রিয়তা বিন্দু মাত্র...বর্তমানে, ভারতে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন অফার করলেও, Samsung-এর স্মার্টফোনের জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি। তাই হয়তো এখনো Samsung ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন সংস্থাগুলির মধ্যে একটি। আর আপনিও যদি Samsung-এর অনুরাগী হন, আর ভাল ডিজাইন সহ দুর্দান্ত ফিচার বিশিষ্ট স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। কারণ, এই প্রতিবেদনে ১৫,০০০ টাকার কমে বেশ কয়েকটি Samsung ফোনের কথা আলোচনা করা হবে। যেগুলিতে আছে দুর্দান্ত প্রসেসর, স্টোরেজ এবং দারুন ক্যামেরা। চলুন এই স্মার্টফোনগুলির সম্পর্কে জেনে নিই বিস্তারিত।
Samsung Galaxy M12
স্যামসাংয়ের এই ডিভাইসটির দাম ১৪,২৯৯ টাকা। আর এই ডিভাইসে আছে ইনফিনিটি-V ডিসপ্লে সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy A04e
এটি স্যামসাংয়ের একটি সাশ্রয়ী মূল্যের মোবাইল ফোন, যা আকর্ষণীয় ফিচার এবং অত্যাশ্চর্য ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। আর এর দাম ১১,৪৯৯ টাকা। এই ডিভাইসে ২০:৯ রেশিও সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত। এছাড়াও, এতে একটি ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
Samsung Galaxy A13
স্যামসাংয়ের এই ডিভাইসটির জন্য ক্রেতাকে ১৩,৯৯৯ টাকা খরচ করতে হবে। আর এই হাই-টেক স্পিড স্টাইলিশ মোবাইল ফোনটিতে ৬.৬ ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি এবং ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy M13
Galaxy M13 হল ভারতে ১৫,০০০ টাকার কমে প্রাপ্ত সেরা স্যামসাং মোবাইল ফোনগুলির মধ্যে একটি, যার দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও, এই ডিভাইসে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬ জিবি র্যাম এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy M32 Prime Edition
Galaxy M সিরিজের সর্বাধিক বিক্রিত এই ডিভাইসের দাম ১৩,৪৯৯ টাক। আর এই ডিভাইসে আছে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার মাধ্যমে সহজেই ভিডিও অ্যাক্সেস করা যায়। এর শক্তিশালী প্রসেসর এবং সহজ ইউজার ইন্টারফেস এটিকে ১৫,০০০-এর নিচের অন্যতম জনপ্রিয় ডিভাইসে পরিণত করেছে। এছাড়াও, এই হ্যান্ডসেটে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারিও বিদ্যমান।