বিশ্বজুড়ে চাহিদা কমছে Samsung ফোনের? উৎপাদন কমানো হল ১৩ শতাংশ

দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) আগামী বছর তাদের পরবর্তী প্রজন্মের Galaxy S23...
Ananya Sarkar 3 Nov 2022 1:37 PM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) আগামী বছর তাদের পরবর্তী প্রজন্মের Galaxy S23 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করতে চলেছে, যা মার্কিন টেক জায়ান্ট অ্যাপল (Apple)-এর বর্তমান প্রজন্মের আইফোনগুলির সাথে প্রচন্ডভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। আশা করা হচ্ছে, S23 লাইনআপের উচ্চতর মডেল Samsung Galaxy S23 Ultra, সিরিজের বাকি দুই মডেল- Galaxy S23 এবং Galaxy S23+-কে বিক্রির নিরিখে ছাড়িয়ে যাবে এবং ২০২৩ সালে উৎপাদিত Galaxy S23 সিরিজের মোট ইউনিটের প্রায় ৪৫ শতাংশই 'Ultra' মডেল হবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপটি নেওয়া হতে পারে কারণ এবছর স্যামসাংয়ের গ্রাহকদের মধ্যে Galaxy S22 Ultra নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চলতি বছরে স্যামসাং তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ার জন্য, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য তাদের বিক্রয় প্রত্যাশা কমিয়ে দিয়েছে।

২০২৩-এর জন্য বিক্রয়ের লক্ষ্যমাত্রা কমালো Samsung

দ্য ইলেক (The Elec)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্যামসাং ২০২৩ সালের জন্য প্রায় ২৯১ মিলিয়ন ইউনিট স্মার্টফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২২ সালের ৩৩৪.২ মিলিয়ন স্মার্টফোনের তুলনায় কোম্পানিটি তাদের লক্ষ্যমাত্রা ১৩ শতাংশ কমিয়েছে বলে জানা গেছে। কেননা, এবছর স্যামসাং প্রায় ২৬০ মিলিয়ন ইউনিট সরবরাহ করতে সমর্থ হয়েছে।

প্রসঙ্গত, আনুমানিক ২৯১ মিলিয়ন ইউনিটের মধ্যে, আগামী বছর গ্যালাক্সি এস২৩ সিরিজের ৩২.৬৩ মিলিয়ন ইউনিট অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ লাইনআপের মোট উৎপাদনের প্রায় ৪৫ শতাংশই টপ-এন্ড গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটি হবে বলে শোনা যাচ্ছে। শিপমেন্টে গ্যালাক্সি এস২৩প্লাস-এর মাত্র ১৭ শতাংশ ইউনিট থাকতে পারে। যেখানে সবচেয়ে সস্তা, স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৩ হতে পারে ৩৮ শতাংশ ইউনিট।

জানিয়ে রাখি, স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোনগুলির বিক্রির ক্ষেত্রে এবছর সামান্য বৃদ্ধি দেখা গেছে। পরের বছরের Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5-এর ১০.৪ মিলিয়ন ইউনিট সরবরাহ করা হতে পারে। তুলনায়, চলতি বছর কোম্পানিটি লেটেস্ট Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4-এর প্রায় ৯.৮ মিলিয়ন ইউনিট উৎপাদন করার পরিকল্পনা করেছিল।

উল্লেখযোগ্যভাবে, Galaxy A-সিরিজের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলি ২০২৩ সালে স্যামসাংয়ের সরবরাহের বৃহত্তম অংশ হতে পারে। অনুমান করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি প্রায় ২১৬ মিলিয়ন Galaxy-A সিরিজের ইউনিট তৈরি করার পরিকল্পনা করছে, যা কোম্পানির মোট উৎপাদনের প্রায় ৭৪ শতাংশ।

উল্লেখ্য, স্যামসাং সম্ভবত তাদের বৃহত্তর প্রতিযোগী অ্যাপলের সাথে টক্কর দিতে ফ্ল্যাগশিপ অফার হিসাবে Galaxy S সিরিজকে আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করার আশায় রয়েছে। তবে, মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে S-সিরিজের রেগুলার এবং Plus মডেলগুলিতে তুলনামূলক নিম্নমানের স্পেসিফিকেশন রয়েছে, তাই এগুলিকে ফ্ল্যাগশিপ অফার হিসাবে বিবেচনা করা নাও হতে পারে। যদিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, স্যামসাং তাদের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, এমনকি এই সিরিজে একটি নতুন মডেলও যুক্ত হতে পারে।

Show Full Article
Next Story