১০ হাজার টাকার কমে Samsung আনছে দুটি স্মার্টফোন, ডুয়েল ক্যামেরা সহ থাকবে দুর্দান্ত ফিচার

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে দুটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করার...
SUPARNA 15 Dec 2022 2:19 PM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে দুটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এই আসন্ন দুটি স্মার্টফোন হতে পারে - Samsung Galaxy A04 এবং Galaxy A04e। উভয় মডেলের বিক্রয় মূল্য এদেশে সম্ভবত ১০,০০০ টাকার কম রাখা হবে। যদিও সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই খবরের সত্যতা সম্পর্কে দ্বিধা থেকেই যাচ্ছে। তবে এই খবর যদি সত্যি হয় তবে, উল্লেখিত স্মার্টফোন দুটি তাদের গ্লোবাল ভ্যারিয়েন্টের ন্যায় অনুরূপ স্পেসিফিকেশনের সাথে ২০২৩ সালে ভারতীয় বাজারে আসবে বলেই আমাদের অনুমান। উল্লেখ্য, উভয় হ্যান্ডসেটই চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছে। আর এবার হয়তো ভারতের পালা!

Samsung শীঘ্রই ভারতে ১০,০০০ টাকার কমে ২টি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে

আগেই বলেছি যে, এ-সিরিজের অধীনে আসন্ন ফোন দুটি হয়তো গ্লোবাল ভ্যারিয়েন্টের অনুরূপ বৈশিষ্ট্যের সাথেই ভারতে আসবে। এক্ষেত্রে, গত আগস্ট মাসে গ্লোবাল মার্কেটে উন্মোচন হওয়া স্যামসাং গ্যালাক্সি এ০৪ স্মার্টফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল। এটি একটি নামহীন অক্টা-কোর প্রসেসরের সাথে এসেছে, যা সংস্থার নিজস্ব এক্সিনস ৮৫০ চিপসেট হবে বলে আশা করা হচ্ছে৷ ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ডিভাইসের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান৷ এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। আবার ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। কানেক্টিভিটির জন্য এতে - 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০ এবং জিপিএস / এ-জিপিএস অন্তর্ভুক্ত৷ Samsung Galaxy A04 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপস্থিত। ফোনটি তিনটি কালার বিকল্পে এসেছিল - ব্ল্যাক, ব্লু এবং রেড।

অন্যদিকে, উপরিউক্ত মডেলটির টোন্ড-ডাউন সংস্করণ Samsung Galaxy A04e ঠিক দু'মাস পর অর্থাৎ অক্টোবরে গ্লোবাল মার্কেটে পা রাখে। এটি মূল ভ্যারিয়েন্টের প্রায় অনুরূপ স্পেসিফিকেশনের সাথেই এসেছে। তবে পার্থক্য দেখা যাবে ক্যামেরা সিস্টেমে। অর্থাৎ এতেও ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান আছে, কিন্তু সেন্সরের রেজোলিউশন ভিন্ন। এর ক্যামেরাগুলি হল - ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তবে এই ফোনেও ৫ মেগাপিক্সেলেরই সেলফি সেন্সর পাওয়া যাবে। এছাড়া কানেক্টিভিটি বিকল্প, পোর্ট, ব্যাটারি ইত্যাদি গ্যালাক্সি এ০৪ -এর ন্যায় একসমান থাকছে।

প্রসঙ্গত, স্যামসাং আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাদের 'নেক্সট জেনারেশন' Galaxy S23 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজকে বিশ্বব্যাপী লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলেও একাধিক টিপস্টার সম্প্রতি দাবি করেছেন। ফলে অনুমান করা হচ্ছে যে, Galaxy S23, S23 Plus এবং S23 Ultra মডেল-ত্রয়ীর সাথে আসন্ন এই নয়া লাইনআপকে এই একই সময়ে অথবা মার্চের মধ্যে ভারতে অফিসিয়াল করে দেওয়া হতে পারে৷

Show Full Article
Next Story