এবার Samsung ফোনে পাওয়া যাবে 5G পরিষেবা, নভেম্বরের মধ্যে আসছে বড় আপডেট
চলতি মাসের শুরুতেই ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। এদেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) ইতিমধ্যেই আটটি...চলতি মাসের শুরুতেই ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। এদেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) ইতিমধ্যেই আটটি ভারতীয় শহরে এই পরিষেবাটি চালু করেছে এবং পাশাপাশি এর প্রতিযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স জিও (Reliance Jio)-ও চারটি শহরে সাম্প্রতিকতম প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক পরিষেবাগুলি রোল আউট করেছে৷ ৫জি চালু হওয়ার আগে থেকেই, অনেক স্মার্টফোন নির্মাতাই ৫জি-সক্ষম ডিভাইস বাজারে লঞ্চ করেছে। তবে, সমস্ত ডিভাইসই 'আউট-অফ-দ্য-বক্স' ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে না এবং তার জন্য ডিভাইসগুলির সফ্টওয়্যার আপডেটের প্রয়োজন হবে। আজই, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) নিশ্চিত করেছে যে, তারা এই বছরের ডিসেম্বরের মধ্যে সামঞ্জস্যপূর্ণ iPhone মডেলগুলিতে ৫জি নেটওয়ার্ক সক্ষম করবে৷ আর এখন, এর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং (Samsung) আনুষ্ঠানিকভাবে তাদের ডিভাইসে ৫জি রোলআউটের জন্য টাইমলাইন প্রকাশ করেছে। আসুন এই রোলআউট সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
প্রকাশিত হল Samsung-এর 5G-রেডি স্মার্টফোনে ৫জি রোলআউটের টাইমলাইন
স্যামসাং নভেম্বরের মাঝামাঝি তাদের গ্যালাক্সি স্মার্টফোনগুলিতে ৫জি সংযোগ সক্ষম করতে একটি ফার্মওয়্যার আপডেট প্রকাশ করতে চলেছে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্প্যাটিবল স্মার্টফোনে দ্রুত ৫জি পরিষেবাগুলি পেতে সক্ষম হবেন। কিছু স্যামসাং ফোন ইতিমধ্যেই ৫জি-রেডি, যার অর্থ তাদের সেলুলার নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য কোনও সফ্টওয়্যার আপডেটের প্রয়োজন হবে না। এই তালিকায় রয়েছে গ্যালাক্সি এস২২ সিরিজ, জেড ফ্লিপ ৪, জেড ফোল্ড ৪, এস২১ এফই, এম৩৩, এ৩৩ ৫জি এবং এ৫৩ ৫জি। বাকি ৫জি কানেক্টিভিটি যুক্ত ফোনগুলির জন্য স্যামসাংয়ের পক্ষ থেকে ডিভাইসে নেটওয়ার্ক সক্ষম করতে একটি আপডেটের প্রয়োজন হবে।
প্রসঙ্গত ৫জি রোলআউট টাইমলাইন সম্পর্কে মন্তব্য করে, স্যামসাংয়ের মুখপাত্র জানিয়েছেন যে, তাদের সংস্থা ২০০৯ সাল থেকে ৫জি প্রযুক্তির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বিশ্বব্যাপী ৫জি প্রযুক্তির মানসম্মতকরণেও অগ্রণী ভূমিকা নিয়েছে। বর্তমানে ভারতের বাজারে স্যামসাংয়ের ৫জি ডিভাইসের বিস্তৃত রেঞ্জ উপলব্ধ রয়েছে। এছাড়াও তিনি জানান যে, কোম্পানি তাদের অপারেটর পার্টনারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝি তারা তাদের সমস্ত ৫জি ডিভাইস জুড়ে ওভার-দ্য-এয়ার (OTA) আপডেটগুলি রোল আউট করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ভারতীয় গ্রাহকদের নির্বিঘ্নে ৫জি-এর অভিজ্ঞতা নিতে সক্ষম করবে৷