Samsung W23 মোট পাঁচটি ক্যামেরা ও 5G সাপোর্টের সাথে আসছে, দাম কত রাখা হবে
গতবছর Samsung চায়না টেলিকমের সাথে হাত মিলিয়ে W22 ফোল্ডেবল ফোন লঞ্চ করেছিল। এই ফোনটি Galaxy Z Fold 3 এর লাক্সারি ভার্সন...গতবছর Samsung চায়না টেলিকমের সাথে হাত মিলিয়ে W22 ফোল্ডেবল ফোন লঞ্চ করেছিল। এই ফোনটি Galaxy Z Fold 3 এর লাক্সারি ভার্সন হিসেবে কেবল চীনে আত্মপ্রকাশ করেছিল। এখন এর উত্তরসূরী অর্থাৎ Samsung W23 কে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে ফোনটির বিশেষ কয়েকটি ফিচার সামনে এসেছে, যা দেখে মনে করা হচ্ছে যে, এটি Galaxy Fold 4 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে।
Samsung W23 কে খুঁজে পাওয়া গেল TENAA এর ডেটাবেসে
টেনা সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, স্যামসাং ডব্লু২৩ ফোল্ডেবল ফোনে মোট পাঁচটি ক্যামেরা, ৪,৩২০ এমএএইচ ব্যাটারি ও ৫জি কানেক্টিভিটি থাকবে। সত্যি যদি এটি গ্যালাক্সি ফোল্ড ৪ এর রিব্র্যাজড ভার্সন হয়, তাহলে এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেখা যাবে। আর সামনে পাওয়া যাবে ১০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৪ মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে ক্যামেরা।
টেনা তে দেখতে পাওয়ার অর্থ, স্যামসাং ডব্লু২৩ শীঘ্রই বাজারে আসবে। এর দাম রাখা হতে পারে ১৬,৯৯৯ ইউয়ান, যা প্রায় ১,৯৩,০০০ টাকার সমান। এই মূল্য ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ব্যয় করতে হতে পারে।
জনপ্রিয় টিপস্টার, আইস ইউনিভার্স সম্প্রতি Samsung W23 ফোনের একটি টিজার প্রকাশ করেছে। তিনি জানিয়েছেন, এই ফোনের সাথে W23 Flip লঞ্চ হবে, যা Galaxy Z Flip 4 এর রিব্যাজড ভার্সন হবে।