Samsung W25 Flip Launched

ইউনিক ডিজাইন ও দুর্দান্ত ক্যামেরা সহ স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ লঞ্চ হল, রয়েছে দমদার প্রসেসর

Samsung W25 Flip Launched - স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ১,১৭,৭০০ টাকা।

Ankita Mondal 7 Nov 2024 4:49 PM IST

আজ স্যামসাং ডব্লিউ ২৫ ফোল্ডেবল ফোনের পাশাপাশি চীনে Samsung W25 Flip লঞ্চ হয়েছে। নাম শুনেই আশা করি বুঝতে পারছেন যে, এই স্মার্টফোনে ক্ল্যামশেল ডিজাইন দেখা যাবে। এর দাম রাখা হয়েছে ১,২০,০০০ টাকার কম। স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ ফোনে আছে ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ডলবি অ্যাটমস ফিচার। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung W25 Flip এর দাম

স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ১,১৭,৭০০ টাকা। আজ থেকে চীনে এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর থেকে সেল শুরু হবে।

স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ সেরামিক ব্ল্যাক কালার ও 'হার্ট টু দা ওয়ার্ল্ড' লোগো সহ লঞ্চ হয়েছে। আর এতে অ্যালুমিনিয়াম ফ্রেমে সহ কিছু কিছু ক্ষেত্রে সোনালি কালার দেখা যাবে। এছাড়া এর স্পেসিফিকেশন পুরো গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর মতো। স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

আবার এই স্যামসাং ফ্লিপ ফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৩.৪ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড সেকেন্ডারি স্ক্রিন উপস্থিত। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সামনে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

স্যামসাং ডব্লিউ২৫ ফ্লিপ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার আর জল ও ধুলো প্রতিরোধ করতে আইপি৪৮ রেটিং আছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১.১ কাস্টম ওএসে চলবে। এতে ডুয়েল সিম ও এনএফসি সাপোর্ট করবে।

Show Full Article
Next Story