যেন সোনা দিয়ে বাঁধানো, Samsung W25 ফোল্ডেবল ফোন অসাধারণ ডিজাইন সহ লঞ্চ হল
Samsung W25 Foldable Phone - স্যামসাং W25 ফোল্ডেবল স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৮৮ হাজার টাকা। ১৫ নভেম্বর চীনে শুরু হবে এই ফোনের সেল।
অত্যাধুনিক প্রযুক্তির যুগে দুর্দান্ত উদাহরণ রাখল স্যামসাং। নতুন ফোল্ডেবল স্মার্টফোন এনে ফের চমক দিল দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট। আজ চীনে Samsung W25 ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। ম্যাটের পাশাপাশি গোল্ড আর্মার ফ্রেম দিয়ে বাঁধানো এই সেরেমিক ব্ল্যাক কালারের স্মার্টফোন। এটি কোম্পানির পূর্ববর্তী ফোল্ডেবল হ্যান্ডসেট Galaxy Z Fold 6 এর থেকে ১.৫ মিলিমিটার পাতলা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung W25 ফোল্ডেবল ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং W25 স্মার্টফোনে রয়েছে ৮ ইঞ্চি QXGA+ (২১৮৪×১৯৬৮ পিক্সেল) ডাইনামিক অ্যামোলেড ২x ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ২৬০০ নিটস পিক ব্রাইটনেস। এটি ফোনের মূল স্ক্রিন। অন্যদিকে কভার স্ক্রিন হিসেবে রয়েছে ৬.৫ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ২x ডিসপ্লে, যার রিফ্রেশ রেটও ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ২৬০০ নিটস। কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা রয়েছে স্ক্রিনে।
স্যামসাং W15 ফোল্ডেবল ফোনে মিলবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টার্নাল স্টোরেজ সহ পাওয়া যাবে ডিভাইসটি। ফোনের পিছন দিকে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। মূল স্ক্রিনে ৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং কভার স্ক্রিনে ১০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪,৪০০ এমএএইচ এবং এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়া পাবেন অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং আইপি৪৮ রেটিং।
স্যামসাং W25 ফোল্ডেবল ফোনের দাম ও ভারতে লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ
চীনে স্যামসাং W25 ফোল্ডেবল স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৮৮ হাজার টাকা। ১৫ নভেম্বর চীনে শুরু হবে এই ফোনের সেল। ভারতে এই স্মার্টফোন লঞ্চ হবে না। কারণ ডব্লিউ সিরিজ কেবল চীনে পাওয়া যায়।
Samsung W25 Foldable Phone - স্যামসাং W25 ফোল্ডেবল স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৮৮ হাজার টাকা। ১৫ নভেম্বর চীনে শুরু হবে এই ফোনের সেল।