Samsung-এর বড় ঘোষণা, এবার ভারতেই নিজের বহুমূল্য ফোল্ডেবল ফোন তৈরি করবে সংস্থা

মাত্র একদিন আগেই নিজের জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোনগুলির লেটেস্ট মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছে ভারত তথা বিশ্বের এক নম্বর...
Anwesha Nandi 27 July 2023 7:28 PM IST

মাত্র একদিন আগেই নিজের জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোনগুলির লেটেস্ট মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছে ভারত তথা বিশ্বের এক নম্বর মোবাইল ব্র্যান্ড Samsung – সুদীর্ঘ চর্চার পর গতকাল মানে ২৬শে জুলাই সংস্থার বিশেষ 'Galaxy Unpacked' ইভেন্টে Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 নামক নতুন প্রজন্মের ফোল্ডেবল হ্যান্ডসেটগুলি লঞ্চ হয়েছে। এগুলিতে দেওয়া হয়েছে চোখ ধাঁধানো সব ফিচার। সেক্ষেত্রে লঞ্চের পর কোম্পানি সম্প্রতি Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 ফোনদুটির দাম এবং লভ্যতা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এরই সাথে Samsung-এর তরফে নিশ্চিত করা হয়েছে যে, স্থানীয় চাহিদা মেটাতে এই ফোনজোড়া তারা ভারতেই উৎপাদন (পড়ুন তৈরি) করবে।

ভারতেই তৈরি হবে লেটেস্ট Samsung Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5

স্যামসাং এসডব্লিউএর প্রেসিডেন্ট এবং সিইও জেবি পার্ক একটি বিবৃতিতে বলেছেন যে, সংস্থাটি পাওয়ারিং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসাবে নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ও ফ্লিপ ৫ ফোনগুলি তাদের ভারতের নয়ডা কারখানায় তৈরি করা হবে৷ এতে এদেশে স্মার্টফোন বিক্রিতে নেতৃত্ব দিতে তাদের আরও সুবিধা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং কোম্পানি কিছুদিন ধরে ভারতে সাশ্রয়ী সেগমেন্ট, মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম গ্যালাক্সি এস (Galaxy S) সিরিজের অধীনে স্মার্টফোন তৈরি করছে।

কবে থেকে ফোল্ডেবল ফোন তৈরির কাজ শুরু হবে?

এক্ষেত্রে স্যামসাং, অনন্য ডিজাইন এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর চালিত গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ও জেড ফ্লিপ ৫ ফোনগুলির লঞ্চের চার মাস পর অর্থাৎ ডিসেম্বরে এগুলি ভারতে স্থানীয়ভাবে তৈরি করবে। এর ফলে ক্রেতারা 'মেড ইন ইন্ডিয়া' ফোল্ডেবল হ্যান্ডসেট কিনতে পারবেন।

Samsung Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5-এর দাম, লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে; এই তিনটি স্টোরেজ সংস্করণের দাম পড়বে যথাক্রমে ১,৫৪,৯৯৯ টাকা, ১,৬৪,৯৯৯ টাকা এবং ১,৮৪,৯৯৯ টাকা। অন্যদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেলটি দুটি স্টোরেজ বিকল্পে এসেছে, এক্ষেত্রে এর ২৫৬ জিবি ভেরিয়েন্টের জন্য ৯৯,৯৯৯ টাকা এবং ৫১২ জিবি ভেরিয়েন্ট কিনতে ১,০৯,৯৯৯ টাকা খরচ হবে। আজ থেকেই ফোনগুলি প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ হয়েছে, ভারতে তৈরির আগে আগামী ১৮ই আগস্ট থেকে এগুলির বিক্রয় শুরু হবে।

Show Full Article
Next Story