Samsung One UI 7 Beta

সুখবর! স্যামসাং এই মাসেই রিলিজ করছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ ওএস

Samsung One UI 7 Beta - জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স সম্প্রতি আবার দাবি করেছেন যে, স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ বিটা আসতে আরও কিছুদিন দেরি হবে।

Ankita Mondal 2 Nov 2024 11:39 AM IST

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম ওএস এর বিটা ভার্সন রিলিজ করেছে। ভিভো, ওপ্পো, ওয়ানপ্লাস সহ একাধিক ব্র্যান্ড তাদের বেশ কয়েকটি স্মার্টফোনের জন্য ওপেন বিটা আপডেট নিয়ে এসেছে। তবে স্যামসাং এখনও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ (One UI 7) এর বিটি ভার্সন আনতে পারেনি। জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স সম্প্রতি আবার দাবি করেছেন যে, স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ বিটা আসতে আরও কিছুদিন দেরি হবে। আর এর স্টেবল ভার্সন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের সাথে আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে।

আরও দেরিতে আসবে Samsung One UI 7 কাস্টম ওএস

যদিও স্যামসাং ফ্যানদের খুব বেশি মন খারাপ করার দরকার নেই। কারণ টিপস্টার বলেছেন যে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ফ্যানদের অপেক্ষা করতে হবে। এরপর অর্থাৎ নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ বিটা আপডেট রিলিজ করা হতে পারে। উল্লেখ্য, ওইসময় কোরিয়ার একটি ইভেন্টর আয়োজনও করেছে স্যামসাং। এই ইভেন্টেই সম্ভবত ঘোষণাটি করা হবে।

অন্য একটি খবরে, ওয়ানপ্লাস ভারতে তাদের ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর ফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ ওপেন বিটা আপডেট নিয়ে এসেছে। এরমধ্যে যেসব ওয়ানপ্লাস ১২ ফোনের সফটওয়্যার ভার্সন নম্বর CPH2573_14.0.0.850 (EX01) তারা লেটেস্ট এই আপডেট পাবে। আবার CPH2585_14.0.0.832(EX01) বা CPH2585_14.0.0.833(EX01) সফটওয়্যার ভার্সন থাকলে ওয়ানপ্লাস ১২আর ব্যবহারকারীরা ওপেন বিটা আপডেটের জন্য আবেদন করতে পারে।

এই দুই স্মার্টফোন ব্যবহারকারীদের অক্সিজেনওএস ১৫ ওপেন বিটা পেতে ডিভাইসের সেটিংসে থেকে সফ্টওয়্যার আপডেট অপশনে যেতে হবে এবং উপরের ডানদিকে কোণায় আইকনে ক্লিক করতে হবে। এরপর 'বিটা প্রোগ্রাম'-এ ক্লিক করতে হবে, তারপর 'রিলিজ ক্যান্ডিডেট, আপডেট নাউ' সিলেক্ট করতে হবে। এবার নতুন আপডেট এসেছে কিনা চেক করতে হবে এবং আপডেট এলে ইনস্টল করতে হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, কোনো অপারেটিং সিস্টেমের স্টেবল ভার্সন আনার আগে বিটা ভার্সন রিলিজ করা হয় এবং ইউজারদের ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। কোনো সমস্যা থাকলে সমাধান করার পর স্টেবল ভার্সন লঞ্চ করা হয়। তাই বিটা আপডেটে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনে সমস্যার মুখোমুখি হলেও হতে পারেন। একই কথা ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর ফোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

Show Full Article
Next Story