Samsung Galaxy Z Fold 5: পাঁচ ক্যামেরার সঙ্গে হাজির সেরা ফোল্ডেবল স্মার্টফোন, চক্ষু চড়কগাছ করা ফিচার্স

দীর্ঘ প্রতীক্ষার পর আজ (২৬ জুলাই) অবশেষে স্যামসাংয়ের এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড (Samsung Galaxy Unpacked)...
Ananya Sarkar 26 July 2023 7:18 PM IST

দীর্ঘ প্রতীক্ষার পর আজ (২৬ জুলাই) অবশেষে স্যামসাংয়ের এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড (Samsung Galaxy Unpacked) ইভেন্টটি দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত হল। প্রত্যাশামতোই, এই ইভেন্ট চলাকালীন কোম্পানি তাদের লেটেস্ট Galaxy Z Flip 5 এবং Galaxy Fold 5 ফোল্ডেবল ফোনগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। এর মধ্যে Fold 5 স্মার্টফোনটি গ্যালাক্সির জন্য এক্সক্লুসিভ Qualcomm Snapdragon 8 Gen 2 মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত। এছাড়াও, এতে রয়েছে ৭.৬ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) অভ্যন্তরীণ ডিসপ্লে ও ৬.২ ইঞ্চির কভার স্ক্রিন, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৪০০ এমএএইচ ব্যাটারি। Samsung Galaxy Fold 5 হ্যান্ডসেটটি একটি ডুয়েল রেল স্ট্রাকচার সহ কোম্পানির নতুন ফ্লেক্স হিঞ্জ ব্যবহার করে। আসুন এই সদ্য উন্মোচন ফোল্ডেবল ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং উপলব্ধতা সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Fold 5 দাম, লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর বেস মডেলটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করে, একইসাথে ফোনটি ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও উপলব্ধ, যা একই পরিমাণ র‍্যাম অফার করে। গ্যালাক্সি জেড ফোল্ড ৫-কে ক্রিম, আইসি ব্লু এবং ফ্যান্টম, ব্ল্যাক- এই কালার ভ্যারিয়েন্টগুলিতে বেছে নেওয়া যাবে। হ্যান্ডসেটটি ব্লু এবং গ্রে কালারেও পাওয়া যাবে, যা শুধুমাত্র স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এক্সক্লুসিভলি বিক্রি হবে। নতুন Samsung Galaxy Z Fold 5-এর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে ১,৭৯৯ ডলার রাখা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৪৭,৫৭০ টাকা। ভারতে ফোনটির দাম আগামীকালের মধ্যে ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

Samsung Galaxy Z Fold 5-এর স্পেসিফিকেশন

ডুয়েল-সিম (ন্যানো বা ন্যানো+ই-সিম) স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড-এ ৭.৬ ইঞ্চির কিউএক্সজিএ+ (২,১৭৬ x ১,৮১২ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজের মধ্যে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটির পিক্সেল ডেনসিটি ৩৭৪ পিপিআই এবং অ্যাসপেক্ট রেশিও ১২.৬:১৮। এতে ৬.২ ইঞ্চির ফুল-এইচডি+ (২,৩১৭ x ৯০৪ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২X কভার ডিসপ্লে রয়েছে, যা ৪৮ হার্টজ এবং ১২০ হার্টজের মধ্যে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৪১২ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্যামসাংয়ের লেটেস্ট ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) সফ্টওয়্যার ভার্সনে চলে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে যে, ফোনটি চারটি ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Galaxy Z Fold 5-এর রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ডুয়েল পিক্সেল অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং এফ/১.৮ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ফেজ ডিটেকশন অটোফোকাস, ওআইএস, এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করছে। আর সেলফির এবং ভিডিও চ্যাটের জন্য, Z Fold 5-এর কভার ডিসপ্লেতে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ইনার স্ক্রিনে এফ/১.৮ অ্যাপারচার সহ একটি ৪ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা বিদ্যমান৷

এছাড়া, Samsung Galaxy Z Fold 5-এর সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩। এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার, ব্যারোমিটার, জাইরোস্কোপ, কম্পাস, একটি প্রক্সিমিটি সেন্সর, একটি অ্যাম্বিয়েন্ট সেন্সর এবং নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Samsung Galaxy Z Fold 5 ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যেটিকে ২৫ ওয়াট চার্জিং অ্যাডাপ্টারের সাথে ৩০ মিনিটের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যেতে পারে। হ্যান্ডসেটটি ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং অ্যাক্সেসরি ও অন্যান্য ডিভাইসের জন্য ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করে। জল প্রতিরোধের জন্য ফোনটিতে আইপিএক্স৮ রেটিং রয়েছে। ফোল্ড করা অবস্থায় Galaxy Z Fold 5-এর পরিমাপ ৬৭.১x১৫৪.৯x১৩.৪ মিলিমিটার, আর খোলা হলে ১২৯.৯x১৫৪.৯x৬.১ মিলিমিটার।

Show Full Article
Next Story