Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 ভারতে লঞ্চ হয়ে গেল, দাম-ফিচার্স সহ রইল খুঁটিনাটি
গতকাল দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ (Galaxy Unpacked 2023) ইভেন্টে স্যামসাং তাদের বহু প্রতীক্ষিত...গতকাল দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ (Galaxy Unpacked 2023) ইভেন্টে স্যামসাং তাদের বহু প্রতীক্ষিত লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। ব্র্যান্ডটি উন্নত হার্ডওয়্যার এবং কিছু সফ্টওয়্যার-কেন্দ্রিক পরিবর্তন সহ Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 বাজারে এনেছে। পাশাপাশি, জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি তিনটি নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং দুটি নতুন স্মার্টওয়াচও লঞ্চ করেছে। আর আজ, স্যামসাং ইন্ডিয়া ভারতে সদ্য লঞ্চ হওয়া সমস্ত স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের মূল্য প্রকাশ করেছে। এর সাথে, কোম্পানি ক্রেতাদের জন্য কিছু আকর্ষণীয় লঞ্চ অফারও ঘোষণা করেছে। আসুন ভারতে Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5-এর মূল্য, অফার এবং সেলের তারিখ দেখে নেওয়া যাক।
ভারতে Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5-এর মূল্য এবং লভ্যতা
১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৫৪,৯৯৯ টাকা থেকে। এছাড়া এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ১,৬৪,৯৯৯ টাকা এবং টপ-এন্ড ১২ জিবি র্যাম+ ১ টিবি স্টোরেজ মডেলটি ১,৮৪,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে। ডিভাইসটি আইসি ব্লু, ফ্যান্টম ব্ল্যাক এবং ক্রিম কালার অপশনগুলিতে পাওয়া যাবে। কিন্তু ১ টিবি ভ্যারিয়েন্টটি শুধুমাত্র আইসি ব্লুতে উপলব্ধ।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯,৯৯৯ টাকা এবং উচ্চতর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা। ডিভাইসটি মিন্ট, গ্রাফাইট, ক্রিম এবং ল্যাভেন্ডার কালারওয়েতে মিলবে। ভারতে আগামী ১৭ আগস্ট থেকে জেড ফোল্ড ৫ এবং জেড ফ্লিপ ৫-এর সেল শুরু হবে। তবে এগুলির প্রি-অর্ডার প্রক্রিয়া এখন অফলাইনের পাশাপাশি এদেশের অনলাইন স্টোরগুলিতেও লাইভ রয়েছে। অফারের পরিপ্রেক্ষিতে, স্যামসাং নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর জন্য ২০,০০০ টাকা এবং জেড ফোল্ড ৫-এর জন্য ২৩,০০০ টাকা মূল্যের প্রি-বুকিং অফার ঘোষণা করেছে।
Samsung Galaxy Z Fold 5-এর স্পেসিফিকেশন
Samsung Galaxy Z Fold 5-এ ৭.৬ ইঞ্চির কিউএক্সজিএ+ ডায়নামিক অ্যামোলেড (AMOLED) প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২,১৭৬ x ১,৮১২ পিক্সেলের রেজোলিউশন অফার করে। এছাড়া, ফোল্ডেবলটির কভার ডিসপ্লের আকার ৬.২ ইঞ্চি। এটি ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট যুক্ত একটি এইচডি+ অ্যামোলেড স্ক্রিন। ডিভাইসটি গ্যালাক্সির জন্য নির্দিষ্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy Z Fold 5-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের কভার ডিসপ্লেতে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং প্রাইমারি ডিসপ্লেতে একটি ৪ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Z Fold 5-এ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy Z Flip 5-এর স্পেসিফিকেশন
Samsung Galaxy Z Flip 5-এ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড ফোল্ডেবল স্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২,৬৪০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪২৫ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনটিতে ৩.৪ ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে রয়েছে, যা ৬০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৭২০ x ৭৪৮ পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করে। Galaxy Z Flip 5-এ গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। এটিও অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) সফ্টওয়্যার স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Galaxy Z Flip 5-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এছাড়াও, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এনএফসি, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমোস, টাইপ-সি পোর্ট, ইসিম সাপোর্ট মিলবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Z Flip 5 মডেলটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।