Galaxy AI: ইংলিশে বলা কথা শুনতে পারবেন মাতৃভাষায়! ফোন কলে অনুবাদ ফিচার আনল Samsung

নিত্য নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করা এবং সেগুলির বাণিজ্যিকীকরণের জন্য স্যামসাং (Samsung) দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে।...
Ananya Sarkar 9 Nov 2023 6:51 PM IST

নিত্য নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করা এবং সেগুলির বাণিজ্যিকীকরণের জন্য স্যামসাং (Samsung) দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলস্বরূপ তৈরি হয়েছে Samsung Galaxy AI। এটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-চালিত এক উদ্ভাবন, যা সংস্থার নানা ডিভাইসের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। Samsung Galaxy AI নিরাপত্তা এবং গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে দৈনন্দিন মোবাইল ব্যবহারের বিভিন্ন দিককে উন্নত করতে প্রস্তুত বলে দাবি করা হয়েছে।

Samsung Galaxy AI নিয়ে এসেছে এআই লাইভ ট্রান্সলেট কল

স্যামসাং গ্যালাক্সি এআই-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এআই লাইভ ট্রান্সলেট কল, যা লেটেস্ট স্যামসাং ফোন, খুব সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই উদ্ভাবনী ফাংশনটি নির্বিঘ্নে পার্সোনাল ট্রান্সলেটরের মাধ্যমে কল চলাকালীন অপরপক্ষের কথা অনুবাদ করতে পারে, যা এই একই ধরনের কাজ করা থার্ড-পার্টি অ্যাপগুলির প্রয়োজনীয়তা দূর করে৷

এটি কথোপকথনের সময় রিয়েল-টাইম অডিওর সাথে টেক্সট অনুবাদও অফার করে, যা ভিন্ন ভাষাভাষীর মানুষদের সাথে যোগাযোগ করাকে একটি টিভি অনুষ্ঠানের জন্য ডিসেবল ক্যাপশনকে এনেবল করার মতোই সহজ করে তোলে। অর্থাৎ ফোনের ওপারে ইংরেজি ভাষায় কথা বললে তা অডিও বা টেক্সটের আকারে মাতৃভাষায় অনুবাদ করে মুশকিল আসান করবে স্যামসাং। কথোপকথনের গোপনীয়তা রক্ষা করার জন্য, গ্যালাক্সি এআই সমস্ত কিছু ফোনেই পরিচালনা করবে।

এছাড়া, স্যামসাং নিশ্চিত করেছে যে, গ্যালাক্সি এআই আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হবে, যা আরও দৃঢ়ভাবে ইঙ্গিত করে ফিচারটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে সর্বপ্রথম পাওয়া যাবে। এর পাশাপাশি একটি সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত করেছে যে, কোম্পানি আগামী ১৭ জানুয়ারি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩/ এক্সিনস ২৪০০-চালিত গ্যালাক্সি এস২৪ লাইনআপটি বিশ্ববাজারে উন্মোচন করতে পারে।

স্যামসাংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মোবাইল এক্সপেরিয়েন্স বিজনেসের রিসার্চ অ্যান্ড ডেভেলমেন্ট-এর প্রধান, ওয়ানজুন চোই Samsung Galaxy AI-এর রূপান্তরমূলক সম্ভাবনার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মোবাইল প্রযুক্তির ক্ষমতা রয়েছে মানুষকে সংযুক্ত করার, উৎপাদনশীলতা বৃদ্ধি করার এবং বিশ্বব্যাপী সৃজনশীলতা প্রকাশ করার। আর Galaxy AI এই দিকে একটি বড় পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য, স্যামসাং একমাত্র সংস্থা নয়, যারা এআই-চালিত স্মার্টফোনের ওপর কাজ করছে। অন্যান্য শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলিও তাদের নিজস্ব এআই মডেলগুলি ডেভেলপ করছে। অনুমান করা যায় যে, ২০২৪ সালে স্মার্টফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংযুক্তিকরণ ক্রমবর্ধমানভাবে প্রচলিত হয়ে উঠবে, কারণ নির্মাতারা তাদের নিজস্ব ডিভাইসে ইউজার এক্সপেরিয়েন্স এবং ক্ষমতা বাড়ানোর জন্য অবিরাম কাজ করে চলেছে।

Show Full Article
Next Story