Sennheiser Momentum 3 জল প্রতিরোধী বৈশিষ্ট্য ও ২৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে জার্মান কোম্পানি Sennheiser বাজারে নিয়ে আসলো তাদের আরও একটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও...
techgup 27 April 2022 1:19 PM IST

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে জার্মান কোম্পানি Sennheiser বাজারে নিয়ে আসলো তাদের আরও একটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড, যার নাম Sennheiser Momentum 3 । এটি গতবছর লঞ্চ হওয়া Momentum True Wireless 2 ইয়ারবাডের উত্তরসূরী এবং এর স্পেসিফিকেশনে বেশকিছু আপডেট আনা হয়েছে। এতে রয়েছে ৭ এমএম ডায়নামিক ড্রাইভার ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। সংস্থার মতে, এটি ৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। চলুন Sennheiser Momentum 3 ইয়ারফোনের দাম এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Sennheiser Momentum 3 ইয়ারফোনের দাম ও লভ্যতা

সেনহাইজার মোমেন্টাম ৩ ইয়ারবাডটির দাম ধার্য করা হয়েছে ২৪৯.৯৫ ডলার ( প্রায় ১৯,২০০ টাকা )। এটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রাফাইট এই তিনটি কালারে এসেছে এবং আগামী ১০ মে থেকে এটি যুক্তরাষ্ট্রীয় বাজারে উপলব্ধ হবে। যদিও বিশ্বের অন্যান্য বাজারে এটি কবে থেকে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।

Sennheiser Momentum 3 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত সেনহাইজার মোমেন্টাম ৩ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটির স্পেসিফিকেশন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতে হবে এটি ডিজাইনদিক থেকে পূর্বসূরীর সাথে সাদৃশ্যপূর্ণ। ইন-ইয়ার ফিট স্টাইলের এই ইয়ারফোনের প্রত্যেকটি ইয়ারবাডে সেনহাইজার ব্র্যান্ডিং বিদ্যমান। শুধু তাই নয়, এতে রয়েছে ৭ এমএম ডায়নামিক ড্রাইভার, যা ডিপ বেস এবং হাই এবং মিড ভলিউম ন্যাচারাল সাউন্ড উৎপন্ন করতে সক্ষম।

অন্যদিকে, নয়া ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার যুক্ত। এমনকি এতে চারপাশের পরিবেশ অনুযায়ী নয়েজ ক্যান্সলেশন লেভেল নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও সেনহাইজার মোমেন্টাম ৩ ইয়ারফোনে রয়েছে ট্রান্সফারেন্সি মোড। তদুপরি, সংস্থার স্মার্ট কন্ট্রোল অ্যাপের থেকে ইউজাররা তাদের পছন্দের মিউজিক শুনতে পাবেন।

তাছাড়া, স্বচ্ছ কলিং এক্সপেরিয়েন্স অফার করার জন্য এর ইয়ারবাডে থাকছে তিনটি মাইক্রোফোন। Sennheiser Momentum 3 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, একবার চার্জ এটি ৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। উপরন্তু কেস সমেত এটি আরও অতিরিক্ত ২১ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি ইয়ারফোনটি এপিটিএক্স, এএসি এবং এসবিসি ব্লুটুথ কোডেক সাপোর্ট সহ এসেছে । পরিশেষে জানাই, এটি IPX4 রেটিং প্রাপ্ত এবং থেকে জল ও ধুলো থেকে সুরক্ষা প্রদান করবে।

Show Full Article
Next Story