Realme: বলিউডের বাদশার মুকুটে নয়া পালক, ভারতে রিয়েলমির মুখ হবেন শাহরুখ খান

এবার স্বয়ং ‘বলিউডের বাদশা’-র হাতে শোভা পাবে Realme 11 সিরিজের ব্র্যান্ড-নিউ স্মার্টফোন! চলতি মাসেই চীনে লঞ্চ করর পর, রিয়েলমি এবার তাদের ভারতীয় গ্রাহকদেরকে খুব শীঘ্রই…

এবার স্বয়ং ‘বলিউডের বাদশা’-র হাতে শোভা পাবে Realme 11 সিরিজের ব্র্যান্ড-নিউ স্মার্টফোন! চলতি মাসেই চীনে লঞ্চ করর পর, রিয়েলমি এবার তাদের ভারতীয় গ্রাহকদেরকে খুব শীঘ্রই পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের হ্যান্ডসেটগুলি উপহার দিতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তারা আগামী জুন মাসে এদেশের বাজারে Realme 11 সিরিজের ডিভাইসগুলি লঞ্চ করবে। আসন্ন এই সিরিজের নির্দিষ্ট লঞ্চের তারিখ এই মুহূর্তে অজানা। তবে, কোম্পানি ভারতে Realme 11 Pro এবং 11 Pro+ 5G মডেলগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তার আগে শোনা যাচ্ছে যে, রিয়েলমি ভারতে এক নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং তিনি আর কেউ নন, বলিউড সুপারস্টার শাহরুখ খান। কিং খানকে এবার থেকে সম্ভবত ভারতে রিয়েলমির নতুন মুখ হিসাবে দেখা যাবে।

Realme 11 সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবার কি তবে কিং খান?

৯১ মোবাইলস একটি ছবি প্রকাশ করেছে, যেখানে রিয়েলমি নতুন প্রোডাক্টের বিজ্ঞাপন শ্যুটের সেটকে দেখিয়েছে। সূত্র মারফৎ পাওয়া ছবিটিতে রিয়েলমি এবং শাহরুখ খান নামের দুটি চেয়ার দেখা গেছে, যা থেকেই সকল জল্পনার সূচনা। রিয়েলমি ১১ সিরিজের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শাহরুখ খানকে স্বাক্ষর করার বিষয়ে রিয়েলমি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানাবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, নতুন রিয়েলমি ১১ সিরিজে দুটি ফোন রয়েছে। রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি হল লাইনআপের টপ-এন্ড মডেল এবং এর নীচে রয়েছে ১১ প্রো ফোনটি। ইতিমধ্যেই এগুলি চীনে উপলব্ধ এবং একই হার্ডওয়্যার সহ ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Realme 11 Pro সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচারগুলি।

Realme 11 Pro সিরিজের স্পেসিফিকেশন

Realme 11 Pro+ 5G-তে ১,০৮০ × ২,৪১২ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন সহ লম্বা ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পূর্বসূরির মতো, ফোনটির ডিসপ্লের ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট বর্তমান। আর ডিসপ্লের নীচের বেজেলটি মাত্র ২.৩৩ মিলিমিটার স্লিম। এই স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+এর সাপোর্ট অফার করে।

Realme 11 Pro+ 5G মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। তবে এই রিয়েলমি ফোনটি ভারতে ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro+ 5G- এর রিয়ার প্যানেলে অবস্থিত বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি৩ প্রাইমারি সেন্সর বর্তমান।

প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত রয়েছে৷ আর সেলফির জন্য, সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, 11 Pro+ 5G-তে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

অন্যদিকে, Realme 11 Pro মডেলটি Pro+ এর মতো একই ডিসপ্লে এবং প্রসেসরের সাথে এসেছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও, এটি একই ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি অফার করে কিন্তু এর চার্জিং স্পিড ৬৭ ওয়াট। ক্যামেরার ক্ষেত্রে, Realme 11 Pro-এর রিয়ার শেলে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ বর্তমান।

এছাড়া, সেলফির জন্য, ডিভাইসটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 11 Pro এবং 11 Pro+ 5G উভয় মডেলই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করে। এই দুই ডিভাইস ভারতে লঞ্চ হলে ফ্লিপকার্ট (Flipkart) সাইটে কেনার জন্য উপলব্ধ হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন