Jawan: সিনেমায় শাহরুখ খানের হাতে দেখা গেল এই স্মার্টফোন, 15 হাজারের কমে পাবেন দুর্দান্ত ফিচার
সারা দেশ আজ শাহরুখ খানের নতুন সিনেমা 'জওয়ান' (Jawan) নিয়ে উচ্ছ্বসিত – মুক্তির সাথে সাথেই প্রচুর মানুষ এটিকে খুব পছন্দ...সারা দেশ আজ শাহরুখ খানের নতুন সিনেমা 'জওয়ান' (Jawan) নিয়ে উচ্ছ্বসিত – মুক্তির সাথে সাথেই প্রচুর মানুষ এটিকে খুব পছন্দ করছেন, সিনেমার দৃশ্য, সংলাপ সমস্ত কিছুই চলছে আলোচনা। তবে জওয়ান সিনেমার কিছু দৃশ্যে অভিনেতা শাহরুখ খানকে একটি জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করতে দেখা গেছে, যা দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন। আর মজার ব্যাপার হল যে, এই ফোনটির দামও খুব বেশি নয়। ১৫ হাজার টাকারও কম দামে এটি কেনা যাবে।
Jawan সিনেমাতে কী ফোন ব্যবহার করেছেন কিং খান?
সদ্য মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার একটি অংশে শাহরুখকে একজন পুলিশ সদস্যের ভূমিকায় ফোন কল করতে দেখা গেছে, যেখানে তিনি কালো রঙের ফোন ব্যবহার করেছেন। বলে রাখি, এই ফোনটি জনপ্রিয় চীনা কোম্পানি পোকো (Poco)-র হ্যান্ডসেট, যা আগে শাওমি (Xiaomi)-র সাবব্র্যান্ড ছিল। এক্ষেত্রে শাহরুখের হাতে বাজেট রেঞ্জের Poco M4 Pro মডেল ছিল, যা দেখে অনেকেই অবাক হয়েছেন। আসলে অভিনেতা-অভিনেত্রীরা শুটিংয়ের সময় তাদের ব্যক্তিগত ফোন ব্যবহার করেন না, ফিল্ম বা শুটিংয়ে ব্যবহৃত বেশিরভাগ জিনিসই বাস্তব নয়। অতএব Poco M4 Pro ফোনটিও উদ্দেশ্যহীনভাবে ব্যবহৃত হয়েছে বলে ধরে নেওয়া যায়। তবে আপনি যদি এই ফোনটির বিষয়ে অবগত না হন, তাহলে আসুন এর দাম এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য এক নজরে দেখে নিই।
Poco M4 Pro-এর দাম, লভ্যতা
পোকো এম৪ প্রো স্মার্টফোনটি দুই বছর আগে ১১ই নভেম্বর, ২০২১ তারিখে লঞ্চ হয়েছিল। বর্তমানে এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট (Flipkart) থেকে ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটি কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং ইয়েলো কালার অপশনে উপলব্ধ।
Poco M4 Pro-এর স্পেসিফিকেশন
পোকো এম৪ প্রো স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৩ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এই পোকো ফোনটি আপনি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।