নতুন Smartphone কিনবেন? এই পাঁচটি মন্ত্র মাথায় গেঁথে নিন, নাহলে পরে পস্তাতে হবে

নতুন ফোন কেনার সময় তাড়াহুড়ো না করে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন, নাহলে পরে আফসোস করতে হতে পারে!

Anwesha Nandi 28 July 2024 5:07 PM IST

নতুন স্মার্টফোন কেনা সবসময়ই বেশ উত্তেজনামূলক ব্যাপার, কিন্তু মাঝেমধ্যে হাতে নতুন জিনিস পাওয়ার চক্করে আমরা তাড়াহুড়ো করে এমন কিছু ভুল করে ফেলি, যার জন্য পরে খুব আফসোস করতে হয়। তাই একটি ফোন কিনতে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি, কিছু ভুল এড়িয়ে গেলে তবেই আপনি সেরা স্মার্টফোন বেছে নিতে পারবেন এবং সম্ভাব্য অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন।

নতুন ফোন কেনার সময় এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন

১. শুধু দামটাই বড় কথা নয়: শুধু দামের দিকেই নজর রাখবেননা, প্রাইস ট্যাগ দেখার বদলে সবসময় ফোন কেনার সময় তার কোয়ালিটি, ক্যামেরা, ব্যাটারি লাইফ এবং প্রসেসরের দিকে নজর দিন। এছাড়া নতুন ব্র্যান্ডের পরিবর্তে কোনো পুরোনো-নামী ব্র্যান্ডের ডিভাইস বেছে নিন, যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয় বা ইস্যু হলেও সার্ভিস সেন্টার সহজেই খুঁজে পাওয়া যায়।

২. ফিচার সম্পর্কে ভালো করে খেয়াল করুন: গাদা-গুচ্ছের ফিচারের প্রচার দেখে হুট করে কোনো ফোন কিনে ফেলবেননা, আপনার আদতে যেসব ফিচার প্রয়োজন তা মাথায় রেখে বা বলা ভালো নিজের প্রতিদিনের ব্যবহার অনুযায়ী সঠিক মোবাইল ফোন বেছে নিন। যেমন, আপনি যদি গেম খেলেন তাহলে একটি ভালো প্রসেসরযুক্ত ফোন বেছে নিন, আর ফটোগ্রাফির শখ থাকলে নজর দিন ক্যামেরা কোয়ালিটিতে।

৩. অফার দেখে ঝাঁপিয়ে পড়বেননা: আজকালকার দিনে আমরা সাধারণত কোনো আকর্ষণীয় অফার দেখে ফোন কিনতে ছুটি। কিন্তু, সবসময় সেই অফার লাভজনক হয়না। প্রথমত, বেশিরভাগ ক্ষেত্রে ডিসকাউন্ট ব্যাঙ্ক কার্ড ও আরও অন্যান্য শর্তাবলীর ওপর নির্ভর করে। তাছাড়া অফারে কেনা স্মার্টফোনের পারফরম্যান্স অনেক ক্ষেত্রেই ভালো হয়না।

৪. বিক্রেতার কথায় বা বিজ্ঞাপনে ভরসা করবেন না: যেকোনো ফোন কেনার আগে সেটির সম্পর্কে অনলাইন রিভিউ দেখুন এবং অন্য কেউ সেটি ব্যবহার করছে কিনা খোঁজ নিন। এতে হ্যান্ডসেটটি ভালো না খারাপ সেই বিষয়ে ধারণা পাওয়া যাবে। অনলাইন বিজ্ঞাপন বা দোকানের বিক্রেতার মুখের কথায় কিছু ফোনকে ভালো বলে মেনে নেবেননা। এছাড়াও বিভিন্ন জায়গায় দামের তুলনা করে দেখতে পারেন।

৫. অপ্রয়োজনীয় আনুষঙ্গিক কিনবেন না: নতুন ফোন কিনছেন বলে, সেই আনন্দে ফোনের সাথে গাদা-গুচ্ছের অন্য জিনিস কিনবেননা। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন। যেমন, ফোনের সাথে একটি ভালো কভার আর স্ক্রিন গার্ড কেনা হলেই তা যথেষ্ট।

Show Full Article
Next Story