হালফিলে নতুন Smartphone কিনবেন? অফারের লোভ বা তাড়াহুড়ো না করে এই 5টি জিনিস মাথায় রাখুন

Smartphone Buying Tips: আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা 'জীবনসঙ্গী' প্রায় প্রতিবছর পাল্টান! না না, কোনো গসিপ বা...
Anwesha Nandi 11 March 2024 3:32 PM IST

Smartphone Buying Tips: আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা 'জীবনসঙ্গী' প্রায় প্রতিবছর পাল্টান! না না, কোনো গসিপ বা বিতর্কিত কথা বলছিনা – আসলে স্মার্টফোন (Smartphone) নামক জিনিসটি ছাড়া এখনকার দিনে জীবন অচল, কিন্তু সর্বক্ষণের এই সঙ্গীর থেকে রোজদিন নির্বিঘ্নে সঙ্গ পেতে তথা সময়ের সাথে আপগ্রেড থাকতে বহু মানুষ এখন বছর বছর স্মার্টফোন পরিবর্তন করেন। তাছাড়া উৎসবের মরসুম চললে বা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে সেল চললেও স্মার্টফোনের বিক্রি তুঙ্গে পৌঁছায়। ভারতে স্মার্টফোনের বাজার খুব দ্রুত বর্ধিত হওয়ার অন্যতম কারণও এগুলিই। কিন্তু মুশকিল হচ্ছে যে, সবাই যে সবসময় নিজের ফোন বারবার বদলাতে চান বা পারেন এমন নয়। অথচ কোনো অফার পেয়ে বা সাত-পাঁচ না ভেবে স্মার্টফোন কিনে তাদের পরে সেটির ফিচার বা পারফরম্যান্সের কারণে আফসোস করতে হয়। কেউ কেউ আবার প্রচারের চমকে ফোন কেনার পর বন্ধু-পরিজনদের দেখে পস্তান, তো কেউ মনে করেন ভালো ফিচার পেতে মোটা টাকা দামের ফোন কেনা প্রয়োজন। কিন্তু বাস্তবে ব্যাপারটা হচ্ছে যে, ফোন কেনার সময় কিছু বিষয় মাথায় রাখলে এইরকম পরিস্থিতি তৈরির অবকাশ ঘটেনা। সেক্ষেত্রে আজ আমরা আপনাকে এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলব, যা আপনাকে স্মার্টফোন কেনার সময় মাথায় রাখতে হবে তা না হলে ক্ষতি হতে পারে।

নতুন ফোন কেনার কথা ভাবলে খেয়াল রাখুন এই ৫টি বিষয়

১. 5G কানেক্টিভিটি: বর্তমানে গোটা দেশে ৫জি নেটওয়ার্কের যুগ শুরু হয়েছে, ফলত এমন পরিস্থিতিতে ৪জি (4G) ফোন কিনে পিছিয়ে থাকার কোনো মানে হয়না তা সে দাম যতো সস্তাই হোক না কেন। তাই আপনি যদি নতুন ফোন কেনেন, তাহলে নিশ্চিত করুন যে সেটি ৫জি সাপোর্ট করে কিনা এবং তাতে কতগুলি ৫জি ব্যান্ড আছে।

২. পারফরম্যান্স: একটি রিপোর্ট অনুযায়ী, নতুন ফোন কেনার সময় ৭৬% লোক পারফরম্যান্সের কথা মাথায় রাখেন। আপনি যদি এই দলে না থাকেন, তবে নতুন ফোন কেনার সময় অবশ্যই সেটিতে ব্যবহৃত চিপ ক্লিক স্পিড, প্রসেসর, স্টোরেজ ক্যাপাসিটি, গ্রাফিক্স ইত্যাদি বিষয় পরীক্ষা করুন। এক্ষেত্রে ফোন সম্পর্কে উপলব্ধ রিভিউগুলি দেখে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ হবে।

৩. ক্যামেরা: বর্তমান সময়ে ফোনে ভালো ক্যামেরা থাকাটাও খুবই জরুরি। তাই স্মার্টফোন কেনার সময় তার ক্যামেরা সিস্টেম, লেন্স ডিটেইলস, ফটোগ্রাফি মোড ইত্যাদি দেখে নিন।

৪. ব্যাটারি: বাজারের বেশিরভাগ ফোনেই এখন সাধারণত ৫,০০০ ব্যাটারি থাকে। যেহেতু এখন ফোন অতিরিক্ত ব্যবহার হয়, তাই মনে রাখবেন এর চেয়ে কম ক্ষমতার ব্যাটারিযুক্ত ফোন কেনার কোনো মানে হয়না। এতে করে বারবার আপনাকে ফোন চার্জ দিতে হবে।

৫. ফাস্ট চার্জিং এবং চার্জার: অনেক বড় মোবাইল ব্র্যান্ডই আজকাল তাদের ফোনের চার্জার বা অ্যাডাপ্টার প্রদান করছেনা। সেক্ষেত্রে আপনি যদি এমন ফোন কেনেন আর আপনার আলাদাভাবে চার্জার কেনার প্রয়োজন হয়, তাহলে সবসময় অফিসিয়াল অ্যাক্সেসরিটিই কিনুন। এছাড়া ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে কিনা, তাও দেখে নিন।

Show Full Article
Next Story