আপনা-আপনি রোজ বদলে যাবে স্ক্রিনের Wallpaper, শুধু নিজের স্মার্টফোনে কাজে লাগান এই ট্রিক
একাংশ মানুষের কাছে এখন স্মার্টফোন এবং শ্বাস-প্রশ্বাসের বলতে একইরকম কদর, এই খুদে যন্ত্র এক মুহূর্ত হাতছাড়া থাকলেই...একাংশ মানুষের কাছে এখন স্মার্টফোন এবং শ্বাস-প্রশ্বাসের বলতে একইরকম কদর, এই খুদে যন্ত্র এক মুহূর্ত হাতছাড়া থাকলেই আমার-আপনার মতো অনেকেই চোখে অন্ধকার দেখেন! আর সর্বক্ষণের সঙ্গী হওয়ায় দিনে কতবার যে আমরা স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকাই, তার হিসেব নেই। আর প্রতিবার ফোনের দিকে তাকাতে গিয়ে ঠিক কতবার যে স্ক্রিনের ওয়ালপেপারটি সামনে আসে, তারও ইয়ত্তা নেই। এমতাবস্থায় বহু মানুষই স্ক্রিনটি ঝকঝকে রাখতে শৌখিন ওয়ালপেপার সেট করে রাখতে পছন্দ করেন। কিন্তু এই ব্যস্ত জীবনে বেছে বেছে বারবার ওয়ালপেপার পাল্টানোও বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি যদি চান যে, প্রতিদিন বা ঘন ঘন একটি নতুন ওয়ালপেপার স্বয়ংক্রিয়ভাবে ফোনের স্ক্রিনে উপস্থিত হবে, তবে তা হতে পারে; কারণ এখন অনেক ফোনেই ওয়ালপেপার কার্সাল (Wallpaper Carousel)-এর মতো অপশন থাকে। আবার যদি এমন অপশন আপনার ফোনে না থাকে বা ডিফল্ট ওয়ালপেপারগুলি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি Bing Gallery ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপটিতে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর ছবির সংগ্রহ বা কালেকশন অ্যাক্সেস করা যায়। তবে এর জন্য আপনাকে Bing Gallery-কে ফোনের ডিফল্ট ওয়ালপেপার প্রোভাইডার হিসেবে সিলেক্ট করতে হবে।
প্রতি মুহূর্তে নতুন ওয়ালপেপার স্ক্রিনে দেখা যাবে, এভাবে ব্যবহার করুন Bing Gallery
– নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে বিং গ্যালারির ওয়ালপেপার দেখতে বা স্বয়ংক্রিয়ভাবে ঘন ঘন স্ক্রিন ওয়ালপেপার বদলের সুবিধা পেতে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে মাইক্রোসফ্ট লঞ্চার (Microsoft Launcher) অ্যাপটি ডাউনলোড করতে হবে।
– পরবর্তী এই অ্যাপটি ইনস্টল করে খোলার পরে মাইক্রোসফ্ট অ্যাকাউন্টে লগইন বা সাইন ইন করতে হবে এবং হোম স্ক্রিনের ফাঁকা জায়গায় করতে হবে লং-ট্যাপ।
– এখান থেকে আপনি ওয়ালপেপার পরিবর্তন করার বা ইচ্ছেমতো উইজেট প্রয়োগ করার বিকল্প পাবেন। এক্ষেত্রে নতুন ওয়ালপেপারের জন্য 'ওয়ালপেপার' (Wallpaper) অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনি চোখের সামনে বেশ কয়েকটি বিকল্প পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, স্ক্রিনের ওয়ালপেপার পরিবর্তনের জন্য আপনি মোবাইল ডেটা নাকি ওয়াইফাই (Wi-Fi) ব্যবহার করে ছবি ডাউনলোড করবেন, তা সিলেক্ট করতে হবে। একবার সমস্ত সেটিংস কাস্টমাইজ করা হয়ে গেলে, আপনাকে পুনরায় হোম-স্ক্রিনে ফিরে যেতে হবে এবং এতে করে প্রতিদিন নতুন ওয়ালপেপার প্রদর্শিত হবে। কিন্তু মনে রাখবেন, ফোন রিস্টার্ট করলে কিন্তু এই প্রক্রিয়াটির আবার পুনরাবৃত্তি করতে হবে, তবেই আপনি নতুন নতুন ওয়ালপেপার স্ক্রিনে দেখতে পাবেন।