6 হাজার টাকার কমে স্মার্টফোন, 8 জিবি র‌্যাম সহ পাবেন বিনামূল্যে স্ক্রিন পাল্টানোর সুবিধা

6000 টাকার কমে ভালো মোবাইল ফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা এমন একটি স্মার্টফোনের কথা বলবো, যেটি এই বাজেটে পাওয়া যাবে।…

smartphone under 6000 with 8gb ram should you buy it

6000 টাকার কমে ভালো মোবাইল ফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা এমন একটি স্মার্টফোনের কথা বলবো, যেটি এই বাজেটে পাওয়া যাবে। ই-কমার্স সাইট অ্যামাজনে এখন 6 হাজার টাকার কম দামে itel A50 কিনতে পারবেন। আর এই ফোনের সাথে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ, স্ক্রিন নষ্ট হয়ে গেলে তা বিনামূল্যে পাল্টে দেবে আইটেল।

জানিয়ে রাখি, itel A50 মোবাইলে আপনি দামের নিরিখে ভালো ক্যামেরা পাবেন। এতে 3 জিবি র‌্যাম ইনস্টল আছে এবং মেমরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে যা বেড়ে 8 জিবি পর্যন্ত হবে। ফলে পারফরম্যান্স নিয়ে কোনও চিন্তা থাকবে না।

6000 টাকার কমে সেরা স্মার্টফোন itel A50

ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে আইটেল এ50 এই মুহূর্তে 5,999 টাকায় তালিকাভুক্ত আছে। আর ডিভাইসটি শিমার গোল্ড, সায়ান ব্লু, লাইম গ্রিন এবং মিস্টি ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সেরা ফোন, Vivo V30 5G এখন 10 হাজার টাকা ডিসকাউন্টে

আপনি চাইলে আরও কমে আইটেল এ50 নিজের করতে পারেন। এরজন্য এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে হবে। আইটেল এ50 এর সাথে 5650 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে আপনি কত ডিসকাউন্ট পাবেন তা নির্ভর অরবে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর।

6 হাজার টাকার কমে itel A50 কেনা উচিত? দেখুন ফিচার

itel A50 স্মার্টফোনে আছে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে 480 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 (গো সংস্করণ) অপারেটিং সিস্টেমে চলে এবং প্রসেসর হিসেবে আছে ইউনিসক টি603।

আরও পড়ুন: Traffic Rules: ট্রাফিক পুলিশ দিচ্ছে 50 হাজার টাকা জেতার সুযোগ, করতে হবে এই সহজ কাজ

ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে।